

মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে ক্ষোভ চলছেই। গতকাল জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সামনে মানববন্ধনে কমিটি বাতিল করার দাবি জানান সাবেক ক্রীড়াবিদরা। জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা বাস্তবায়নের আগে তৃণমূল নির্বাচনের দাবি জানানো হয়।
কমিটি ঘোষণার পর তাৎক্ষণিকভাবে মোহামেডান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানিয়েছিলেন সাবেক নারী ক্রীড়াবিদরা। গতকাল মানববন্ধনে সাবেক নারী ক্রীড়াবিদদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফুটবলার মোহাম্মদ সুজন এবং সাবেক টেবিল টেনিস খেলোয়াড় এনায়েত হোসেন মারুফের মতো সাবেক ক্রীড়াবিদরা। এদিন মানববন্ধনেও অবিলম্বে কমিটি বাতিল করার দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এদিন মানববন্ধনে ফেডারেশনগুলোতে নির্বাচন আয়োজন সংক্রান্ত নির্দেশনা নিয়ে কথা বলেছেন সাবেক ক্রীড়াবিদরা। জাতীয় ক্রীড়া পরিষদের আকস্মিক এ নির্দেশনায় সন্দেহ প্রকাশ করেছেন সাবেক টেবিল টেনিস খেলোয়াড় ও সংগঠক এনায়েত হোসেন মারুফ। তিনি বলেছেন, ‘ফেডারেশনে যেমন অ্যাডহক কমিটি, জেলা-বিভাগেও তেমনি। কারা নির্বাচনের ভোটার হবে, কীভাবে নির্বাচন হবে—কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। এভাবে তো ফেডারেশনের নির্বাচন হতে পারে না।’
এনএসসির নির্দেশনায় বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের দায়িত্বশীলরাও সন্দিহান—কীভাবে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। কারণ, অধিকাংশ জাতীয় ক্রীড়া ফেডারেশনের সাধারণ পরিষদ গঠন করাই কঠিন। কারণ, তৃণমূলের জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অধিকাংশ অ্যাডহক কমিটি নিয়েই জটিলতা রয়েছে। যে কারণে তৃণমূলের ক্রীড়া কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের অস্তিত্ব নেই, পত্রে স্বাক্ষর করছেন ভিন্ন ব্যক্তি—এমন অভিযোগ স্থানীয় ক্রীড়া সংগঠকদের। এ নিয়ে জেলার ক্রীড়া সংশ্লিষ্টদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। এ অবস্থায় নির্বাচন আয়োজন করতে গেলে জটিলতা আরও বাড়বে নিশ্চিত। নির্বাচন আয়োজনের নির্দেশনা সম্পর্কে সাবেক শুটার সাবরিনা সুলতানা বলেছেন, ‘জেলা-বিভাগে সর্বত্র অ্যাডহক কমিটি। সেখানে আগে নির্বাচন না দিয়ে ফেডারেশনের নির্বাচন দেওয়া সমীচীন নয়। জাতীয় নির্বাচনের পরই ফেডারেশনগুলোর নির্বাচন হওয়া উচিত।’
মহিলা ক্রীড়া সংস্থার কমিটি নিয়ে চলমান ক্ষোভের বিষয়টি অজানা নয় ক্রীড়া প্রশাসনের। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তিনি কালবেলাকে বলেছেন, ‘আমাদের উপদেষ্টা মহোদয় ওয়াকিবহাল, বিষয়টা তার নলেজে আছে। তারা এটা নিয়ে চিন্তাভাবনা করছেন।’ জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক আরও বলেন, ‘এরই মধ্যে আমরা কিন্তু নির্বাচন আয়োজনের জন্যও বলেছি। যাতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা হয়। পরে নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে বর্তমান অ্যাডহক কমিটি।’
মন্তব্য করুন