

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচের আগে আবেগের ডালি মেলে ধরলেন জামাল ভূঁইয়া। বাংলাদেশ অধিনায়ক মাথা খাটিয়ে এ ম্যাচ খেলতে চান, জয় দিয়ে শেষ করতে চান বছর। ঢাকা জাতীয় স্টেডিয়ামে আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। গতকাল অফিসিয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলছিলেন, ‘এটা অনেক আবেগের ম্যাচ, হাইভোল্টেজ ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক এবং সবার জন্যই ইতিবাচক হবে। তাই আমার জন্য ম্যাচটি আবেগের, একই সঙ্গে মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে।’
বাছাইয়ের ‘সি’ গ্রুপ এখন দুই রেসের ঘোড়া—মূলপর্বের জন্য লড়ছে হংকং, চায়না ও সিঙ্গাপুর। দুই দেশের সংগ্রহ ৮ পয়েন্ট করে। বাংলাদেশ ও ভারতের সংগ্রহ সমান, ২ পয়েন্ট করে। ম্যাচে মর্যাদার প্রশ্নটা বড় হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ জিতেছিল ২০০৩ সালে, ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে। একই ভেন্যুতে মুখোমুখি হওয়ার আগে অতীতের তুলনায় বর্তমান বাংলাদেশকে এগিয়ে রাখলেন অধিনায়ক জামাল ভূঁইয়া, ‘এই ম্যাচের তাৎপর্য আমি জানি। বর্তমানে আমরা যে অবস্থায় আছি, এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
ম্যাচের আগে অবশ্যই পাদপ্রদীপের আলোয় হামজা চৌধুরী। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা লেস্টার সিটির মিডফিল্ডার। তার ওপর দুদিন আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে করেছেন জোড়া গোল। প্রথমটি দৃষ্টিনন্দন বাইসাইকেল কিক থেকে, পরেরটি পেনাল্টি থেকে পানেনকা শটে। বাংলাদেশ ম্যাচের আগে কেবল হামজা চৌধুরী নয়, গোটা দল নিয়ে পরিকল্পনা সাজানোর কথা বললেন ভারতের কোচ খালিদ জামিল। নিজ দলের সবাইকে দায়িত্ব নিতে বললেন এ কোচ।
‘হ্যাঁ, বাংলাদেশ খুব ভালো দল। তাদের ভালো খেলোয়াড় আছে। আমি দেখেছি, তাদের গুণগত মান আছে। ঘরে-বাইরে তাদের খেলায় অনেক উন্নতি হয়েছে। সবাই জানে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। আমরা প্রতিটি ম্যাচের মতোই প্রস্তুতি নিয়েছি। প্রস্তুতিতে কোনো পরিবর্তন নেই। কিন্তু সবাইকে দায়িত্ব নিতে হবে’—ম্যাচের আগে বলছিলেন ভারতীয় কোচ খালিদ জামিল। ১ আগস্ট দায়িত্ব নেওয়া এ কোচ সংবাদ সম্মেলনে সব প্রশ্নেরই উত্তর দিলেন ছোট করে। ভারতীয় ফুটবলের সময়টা ভালো যাচ্ছে না। নিকট অতীতের বাজে অবস্থা থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন খালিদ জামিল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দুই দলের খেলোয়াড়-কোচের ওপর বরাবরই চাপ থাকে। এ ম্যাচের আগে কতটা চাপ অনুভব করছেন? প্রশ্নের জবাবে খালিদ জামিল বলছিলেন, ‘হ্যাঁ, চাপ আছে। সবাই জানে দায়িত্ব নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’ নিকট অতীতে বাংলাদেশ একাধিক ম্যাচে শেষমুহূর্তে গোল হজম করেছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘যদি আমরা তিন পয়েন্ট পেতে চাই, অবশ্যই কাল এমন কিছু ঘটতে দেওয়া যাবে না। এসব পরিস্থিতি আমাদের বিশ্লেষণ করতে হবে, সেগুলো থেকে শিখতে হবে।’
মন্তব্য করুন