ওয়ালটন অনূর্ধ্ব-১৭ জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে কাল শনিবার। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ছয় দলের অংশগ্রহণে পাঁচ দিনের প্রতিযোগিতা শেষ হবে ৩১ জানুয়ারি। টুর্নামেন্ট উপলক্ষে গতকাল হ্যান্ডবল ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), জ্যেষ্ঠ উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম মিল্টন এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহসভাপতি মো. হাসান উল্লাহ খান।
মন্তব্য করুন