কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্বরণে দেশব্যাপী আজ শুক্রবার শোক র্যালি করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল বৃহস্পতিবার দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। সঙ্গে সারা দেশে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলোর ডাকা শোক র্যালি সফল করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিবৃতিতে নেতারা আরও বলেন, আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেন, তাদের পথ ধরে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম চলবে। এদিকে দলটির শীর্ষ নেতারা আরেক বিবৃতিতে বগুড়া জেলার সেঁউজগাড়ি শাখার সম্পাদক শাওন পাল ও সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আওয়ামী লীগের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, মিথ্যা মামলায় অভিযুক্তদের জড়িত থাকার প্রশ্নই ওঠে না। কারণ ঘটনার দিন বগুড়ার সিপিবি অফিসেও হামলা-ভাঙচুর চালানো হয় এবং পার্টি অফিসের ব্যানার-ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়।