বাংলাদেশের সংখ্যালঘু কমে যাওয়া নিয়ে ৬ মার্কিন কংগ্রেসম্যানের চিঠির তথ্য মিথ্যা এবং বাস্তবতাবিবর্জিত মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে সেকুলার সিটিজেন বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গত ১৭ মে লেখা এক চিঠিতে ৬ কংগ্রেসম্যান যেভাবে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন, তা দেখে আতঙ্কিত ও হতবাক বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ওই চিঠি প্রত্যাখ্যান করে সংগঠনটির আহ্বায়ক ব্যারিস্টার তাপস কান্তি বল বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের কাছে পাঠানো এক ই-মেইলে সেকুলার সিটিজেনস, বাংলাদেশের সদস্যরা দাবি করেছেন, মার্কিন কংগ্রেস সদস্যদের উল্লিখিত চিঠিটি পক্ষপাতদুষ্ট এবং সংখ্যালঘুর সংখ্যা কমানোর বিষয়ে ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সুনন্দ প্রিয় ভিক্ষু, ঢাবির অধ্যাপক ড. সুবর্ণ বডুয়া, পালি এবং বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বিমান বডুয়া প্রমুখ।
মন্তব্য করুন