ফের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হলেন রাজশাহীর প্রবীণ আওয়ামী লীগ নেত্রী আখতার জাহান। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আশরাফুল আলম। বিএমডিএ সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই দুই বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন আখতার জাহান। ফের বিএমডিএর চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান আখতার জাহান।
মন্তব্য করুন