শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
বীর সাহাবী
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ২৩ মে ২০২৫, ১১:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ
পুঁজিবাজার

কারসাজির কোনো কৌশলই বাদ রাখেনি ন্যাশনাল ফিড

কারসাজির কোনো কৌশলই বাদ রাখেনি ন্যাশনাল ফিড

কারসাজির কোনো কৌশলই যেন বাদ রাখেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ফিড লিমিটেড। শ্রমিকদের জন্য গঠন করা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডে (ডব্লিউপিপিএফ) কোনো অর্থ জমা তো করেইনি, উল্টো ঋণের বিপরীতে সুদ দেওয়ার ব্যাপারেও জালিয়াতির আশ্রয় নিয়েছে কোম্পানিটি। আর্থিক হিসাবে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণের যে তথ্য দেওয়া হয়েছে, জালিয়াতি করা হয়েছে সেখানেও। এসবের পাশাপাশি ভুয়া সম্পত্তি দেখানোসহ কোম্পানিটির নানা অনিয়ম ও জালিয়াতির তথ্য নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে।

নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল ফিড ২৮ কোটি ৪০ লাখ টাকা সম্পদ, যন্ত্র এবং যন্ত্রাংশ বাবদ দেখালেও তারা সম্পদের রেজিস্ট্রার এবং হিসাবের বই দিতে পারেনি। ফলে এই পরিমাণ সম্পদ ও যন্ত্রের সত্যতা পাওয়া যায়নি। চলতি বছরের জুন পর্যন্ত সময়ে দেখিয়েছে—তারা পাওনা বাবদ পরিশোধ করেছে ২ কোটি ৪৮ লাখ টাকা। কিন্তু এ টাকার সত্যতা নিশ্চিত হতে নিরীক্ষক তাদের কাছে প্রয়োজনীয় প্রমাণাদি চাইলে তারা তা দিতে পারেনি। ফলে এ পাওনা টাকার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বা তারা মিথ্যা তথ্য দিয়েছে। কোম্পানিটি ৮৭ কোটি ১০ লাখ টাকা আর্থিক হিসাবে গ্রহণ করেছে মর্মে দেখিয়েছে। কিন্তু এই টাকার বিপরীতে কোনো ধরনের প্রভিশন করেনি। কোম্পানিটি ঋণ নিয়েও জালিয়াতির আশ্রয় নিয়েছে। তারা যে পরিমাণ ঋণের তথ্য দিয়েছে, তার কোনো সত্যতা পাওয়া যায়নি।

নিরীক্ষক জানিয়েছে, কোম্পানিটি দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে ৬৩ কোটি ৫১ লাখ টাকা আর্থিক প্রতিবেদনে দেখিয়েছে। যেখানে দীর্ঘমেয়াদি ঋণের অংশে ৩৭ কোটি ৬২ লাখ টাকা এবং বর্তমান অংশে ২৫ কোটি ৮৯ লাখ টাকা দেখিয়েছে। কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী এ ঋণের পরিমাণ ৬১ কোটি ৫৫ লাখ টাকা। এখানে কোম্পানিটি ১ কোটি ৯৬ লাখ টাকা বাড়িয়ে দেখিয়েছে। এ তথ্য নিশ্চিত হতে সোশ্যাল ইসলামী ব্যাংকের কাছে সত্যতা জানতে চাইলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ন্যাশনাল ফিড শ্রমিকদের জন্য গঠিত ডব্লিউপিপিএফের অর্থ নিয়েও জালিয়াতির আশ্রয় নিয়েছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি দীর্ঘ কয়েক বছর ধরে শ্রমিকদের লাভের অংশের ২ কোটি ৪৮ লাখ টাকা পরিশোধ না করে তাদের পকেটে রেখেছে। ফলে কয়েক বছর ধরে শ্রমিকরা তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া এই ফান্ডের ব্যাপারে কোনো প্রকার অডিট রিপোর্টও পায়নি নিরীক্ষক।

ঋণের বিপরীতে দেওয়া সুদের ব্যাপারেও জালিয়াতি করেছে ন্যাশনাল ফিড। কোম্পানিটি ৬ কোটি ৭ লাখ টাকা দীর্ঘমেয়াদি ঋণের বিপরীতে সুদ হিসেবে ব্যয় দেখিয়েছে। কিন্তু ঋণ প্রতিবেদন থেকে নিরীক্ষক ৪ কোটি ১১ লাখ টাকার তথ্য পেয়েছে। এখানে সুদ হিসেবে ১ কোটি ৯৬ লাখ টাকা বেশি দেখিয়েছে। এর মাধ্যমে কোম্পানি কর্তৃপক্ষ মুনাফার ওপর প্রভাব ফেলতে জালিয়াতির আশ্রয় নিয়েছে।

সরকারি বন্ডে বিনিয়োগের নামেও মিথ্যা তথ্য দিয়েছে কোম্পানিটি। আর্থিক প্রতিবেদনের একটি অংশে কোম্পানি জানায়, সাধারণ সংরক্ষণ হিসাবে সরকারি বন্ডে বিনিয়োগে ৬১ লাখ ৯০ হাজার টাকা রাখা হয়েছে। কিন্তু এর বিপরীতে কোনো প্রমাণ দিতে পারেনি তারা। অর্থাৎ এখানেও জালিয়াতি করেছে ন্যাশনাল ফিড। জালিয়াতি হয়েছে মজুত পণ্য নিয়েও। কোম্পানিটি মজুত পণ্য হিসেবে ৫৬ কোটি ৫৯ লাখ টাকা দেখিয়েছে। কিন্তু এই পণ্যের কোনো তালিকা তারা দিতে পারেনি। শুধু মজুত পণ্যের সার্টিফিকেট পেয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক বলছে, ন্যাশনাল ফিড কোম্পানি অন্য দুটি কোম্পানিকে কোনো ধরনের ব্যবসায়িক বিবেচনা ছাড়াই ২ কোটি ৫০ লাখ টাকা অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছে। এর মধ্যে কার্নপুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ কোটি ৩২ লাখ এবং ন্যাশনাল হ্যাচারি লিমিটেডকে ১ কোটি ১৮ লাখ টাকা অগ্রিম প্রদান করেছে।

সার্বিক বিষয়ে জানতে ন্যাশনাল ফিড মিল লিমিটেডের কোম্পানি সচিব মো. আরিফুর রহমান কালবেলাকে বলেন, ‘আমি আর ন্যাশনাল ফিড মিলের কোম্পানি সচিব নই। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পরব না।’ তবে ন্যাশনাল ফিডের একটি সূত্র কালবেলাকে জানিয়েছে, আরিফুর রহমান এখনো কোম্পানি সচিব। তবে তিনি নিয়মিত অফিস করেন না।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা; পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৩২৪টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৪০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ১১ শতাংশ এবং বাকি ৬৩ দশমিক ৩৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। বর্তমানে কোম্পানিটির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হচ্ছে।

ন্যাশনাল ফিড মিল ২০১৯ সালে শেয়ার প্রতি মুনাফা করেছে ১৫ পয়সা, সে বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে ১ শতাংশ বোনাস শেয়ার। ২০২০ সালে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১৭ পয়সা, সে বছর ২ শতাংশ নগদ এবং ৮ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২১ সালে শেয়ার প্রতি মুনাফা করেছে ১৮ পয়সা, সে বছর বিনিয়োগকারীদের ১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ২০২২ সালে শেয়ার প্রতি মুনাফা করেছে ৮ পয়সা, সে বছর বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এরপর ২০২৩-২৪ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। ফলে কোম্পানিটিকে শাস্তি হিসেবে ‘জেড’ ক্যাটেগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে, যা অভিহিত মূল্যের নিচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১০

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১১

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১২

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৩

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৪

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৫

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৬

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৭

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৮

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৯

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

২০
X