ভারতের জয়পুরের এনআইএমএস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। গত সোমবার অনুষ্ঠিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বব্যাপী নেতৃত্বে সবুর খানের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি দেওয়া হয়। সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেক্সিকো সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া, জর্জিয়ার ককেশাস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. কাখা শেঙ্গেলিয়া, ভারতের এনআইএমএস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যাপক ড. বলভীর এস তোমার প্রমুখ।
ড. মো. সবুর খান ২০২৩-২৪ সেশনের জন্য এশিয়া ও প্যাসিফিকের বিশ্ববিদ্যালয়গুলোর সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) ট্রেজারার-ইলেক্ট ও স্থায়ী কমিটির সদস্য এবং এইউএপির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।