এহসান আব্দুল্লাহ
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম
প্রিন্ট সংস্করণ

কমছে আন্তর্জাতিক কল

বিটিআরসির সহায়তা প্রত্যাশা আইজিডব্লিউর
কমছে আন্তর্জাতিক কল

বৈধ পথে আন্তর্জাতিক অন্তর্গামী ও বহির্গামী কল আদান-প্রদানের মাধ্যমে রাজস্ব আয় নিশ্চিতে ২০০৮ সালে প্রথম ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) লাইসেন্স প্রদান করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সে বছর প্রথমবারের মতো বাংলা ট্র্যাক কমিউনিকেশনস লিমিটেড, মির টেলিকম লিমিটেড, নভোটেল লিমিটেড ও সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলসহ চারটি আইজিডব্লিউ অপারেটরকে লাইসেন্স দেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে এসব অপারেটরের মাধ্যমে আন্তর্জাতিক কল আদান-প্রদান কমে এসেছে উল্লেখযোগ্য হারে। যেটা শঙ্কায় ফেলছে আইজিডব্লিউ অপারেটরদের ব্যবসায়িক কার্যক্রমেও।

এখন পর্যন্ত বিআরটিসি থেকে বিটিসিএলসহ বিভিন্ন বেসরকারি আইজিডব্লিউ অপারেটর মিলিয়ে মোট ২৪টি প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। আইজিডব্লিউ মূলত একটি সেবা, যার মাধ্যমে দেশের ভেতরে এবং বাইরের ফোনকল সংযুক্ত করা হয়। যখন কোনো গ্রাহক বাংলাদেশ থেকে বিদেশে কল করেন বা বিদেশ থেকে বাংলাদেশে কোনো গ্রাহকের কাছে কল আসে, তখন এটি আইজিডব্লিউর মাধ্যমে সম্পন্ন হয়।

গ্রাহকরা বিদেশে কল করলে মোবাইল অপারেটররা কলটিকে আইজিডব্লিউতে পাঠায়। তারপর সেখান থেকে কলটি যে দেশে করা হয়েছে তার নেটওয়ার্কে পৌঁছে যায়। একইভাবে যখন বিদেশ থেকে বাংলাদেশে কারও কাছে কল আসে, তখন কলটি আইজিডব্লিউর মাধ্যমে গ্রাহকের নির্ধারিত মোবাইল অপারেটরের নেটওয়ার্কে পৌঁছায়। সেখান থেকে গ্রাহক কল গ্রহণ করেন।

তবে দিন দিন দেশের মোবাইল ও টেলিফোন গ্রাহকদের মধ্যে আন্তর্জাতিক কল আদান-প্রদানের হার কমে যাচ্ছে। যদিও বিগত কয়েক বছরে মোবাইল সেবা গ্রহণকারীর সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বিটিআরসির সবশেষ তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে দেশের মোবাইল ও টেলিফোন নেটওয়ার্কে বৈধ আন্তর্জাতিক আগমনী কলের পরিমাণ ছিল ৭৩১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ২৯৫ মিনিট। একই সময়ে দেশের মধ্য থেকে বহির্গামী আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল ৬ কোটি ২৩ লাখ ৫৩ হাজার ৪৫ মিনিট। আগের বছরের চেয়ে ২০২২-২৩ অর্থবছরে আন্তর্জাতিক আগমনী কলের পরিমাণ কমেছে ১১৬ কোটি ২১ লাখ ৭০ হাজার ৬৩ মিনিট। একই সময়ে আগের বছরের তুলনায় বহির্গামী আন্তর্জাতিক কলের পরিমাণ কমেছে ৯১ লাখ ৮০ হাজার ৯৭৬ মিনিট।

২০২১-২২ অর্থবছরে দেশের মোবাইল ও টেলিফোন নেটওয়ার্কে বৈধ আন্তর্জাতিক আগমনী কলের পরিমাণ ছিল ৮৪৭ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৩৫৮ মিনিট। একই সময়ে দেশের মধ্য থেকে বহির্গামী আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল ৭ কোটি ১৫ লাখ ৩৪ হাজার ২১ মিনিট। আগের বছরের চেয়ে ২০২১-২২ অর্থবছরে আন্তর্জাতিক আগমনী কলের পরিমাণ কমেছে ১৩ কোটি ১৬ লাখ ৮০ হাজার ৭৪০ মিনিট। একই সময়ে আগের বছরের তুলনায় বহির্গামী আন্তর্জাতিক কলের পরিমাণ কমেছে ২৪ লাখ ৮৯ হাজার ৩৩ মিনিট।

২০২০-২১ অর্থবছরে দেশের মোবাইল ও টেলিফোন নেটওয়ার্কে বৈধ আন্তর্জাতিক আগমনী কলের পরিমাণ ছিল ৮৬০ কোটি ৯৭ লাখ ৩২ হাজার ৯৮ মিনিট। একই সময়ে দেশের মধ্য থেকে বহির্গামী আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল ৭ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৫৪ মিনিট।

টেলিকম খাত বিশেষজ্ঞ ও রবি আজিয়াটার সাবেক সিইও মাহতাব উদ্দিন খান কালবেলাকে বলেন, গ্লোবালি ভয়েস বেজড ট্রাফিক উল্লেখযোগ্য হারে কমে আসছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও ভয়েস ট্রাফিকটা ডাটা বেজড। বাংলাদেশেও সেই ধারাবাহিকতায় কমে আসছে। পলিসি লেভেলে ডাটা অ্যাডাপ্টেশন আরও বাড়াতে হবে, এটি আইজিডব্লিউর ব্যবসাকে আরও তাড়াতাড়ি সংকুচিত করবে। এটা নেতিবাচক মনে হলেও দেশের আর্থ-সামাজিক অবস্থার জন্য ইতিবাচক দিক।

তিনি বলেন, আমরা দেখেছি ইন্টারনেট অ্যাডাপ্টেশনের সঙ্গে সঙ্গে এটি ইকোনোমিক ডেভেলপমেন্টকে প্রভাবিত করে, যেটা ভয়েস বেজড ট্রাফিকে নেই। সুতরাং এটা একটা পজিটিভ ট্রেন্ড। এটা অবশ্যই আইজিডব্লিউ এবং এই সম্পর্কিত ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু ওদের জন্য এটা আশ্চর্যজনক কিছু না, কারণ এটা প্রত্যাশিত।

বিষয়টি নিয়ে আইজিডব্লিউ অপারেটর ফোরামের (আইওএফ) চিফ অপারেটিং অফিসার (সিওও) মুশফিক মনজুর কালবেলাকে বলেন, বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ভাইবার, ইমোর মতো ওটিটি অ্যাপের ব্যবহার বাড়ার কারণে প্রচলিত মাধ্যমে আন্তর্জাতিক কলের পরিমাণ কমে এসেছে। এমনকি বর্তমানে ব্যবসায়িক কথোপকথনগুলোও ওটিটি অ্যাপের মাধ্যমে হয়ে থাকে।

মুশফিক মনজুর বলেন, এ ছাড়া ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে অসাধু ব্যক্তিদের অবৈধ কল পরিচালনা এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির অভাব আইজিডব্লিউ ব্যবসায় নেতিবাচক প্রভাব রাখছে।

আন্তর্জাতিক বহির্গামী কল কমে আসার আরেকটি কারণ হিসেবে আইওএফের এই কর্মকর্তা বলেন, ২০১০ সালের পর বিটিআরসি কর্তৃক আন্তর্জাতিক কলের ট্যারিফ কাঠামো হালনাগাদ না করা। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশে কলরেট উল্লেখযোগ্যভাবে পরিবর্তন হয়েছে। যার কারণে বিশ্বব্যাপী অর্ধেকের বেশি দেশে বহির্গামী কল কমে এসেছে, যা আইজিডব্লিকে আর্থিক ক্ষতির সম্মুখীন করছে।

আইওএফের সিওও বলেন, আইএলডিটিএস নীতিমালা অনুযায়ী ইন্টারনেট ট্রাফিক বাদে সব আন্তর্জাতিক সার্ভিস আইজিডব্লির মাধ্যমে পরিচালিত হবে, যার জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) রেসপনসিবল থাকবে। কিন্তু বিটিআরসি শুধু আন্তর্জাতিক আগমনী ও বহির্গামী কল পরিচালনার অনুমতি দিয়েছে। বারবার অনুরোধ সত্ত্বেও আন্তর্জাতিক এসএমএস পরিচালনার অনুমতি দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, সরকার যদি আইজিডব্লিউ অপারেটরদের আন্তর্জাতিক এসএমএস পরিচালনার সুযোগ দেয়, তবে এখান থেকে প্রতি মাসে দেড় থেকে দুই মিলিয়ন মার্কিন ডলার আয় করতে পারবে, যা বর্তমান রেভিনিউ থেকে প্রায় ৯ গুণ বেশি। এ ছাড়া আইজিডব্লিউগুলোকে সিগন্যালিং লিংক রোমিংয়ের সুযোগ দিলে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সাশ্রয় হবে। এমনটা হলে আন্তর্জাতিক ভয়েস কল কমে আসার পরিস্থিতিতেও আইজিডব্লিউ অপারেটররা টিকে থাকতে পারবে।

বিটিআরসির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ (অব.) কালবেলাকে বলেন, আইজিডব্লিউ অপারেটরদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী

আন্তর্জাতিক এসএমএস পরিচালনার অনুমতি দেওয়া নিয়ে ভাবছে বিটিআরসি। নতুন প্রযুক্তির আলোকে টেলিকম খাতের ব্যবসাকে পুনর্গঠন করতে নেটওয়ার্ক টপোলজি ও লাইসেন্সিং রেজিম পুনর্বিন্যাস করার কথা ভাবা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে নেই ছাত্রদল-বাম

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

১০

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

১১

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

১২

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

১৩

আবদুল হামিদের পালানো নিয়ে তারেক রহমানের মন্তব্য

১৪

মুচলেকায় মুক্তি পেল ৯৩ জেলে  / জব্দ করা ৬১৫ কেজি ইলিশ গেল এতিমখানায়

১৫

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১৬

‘স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানুষের ভালো থাকার জন্য হতে হবে’

১৭

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

১৮

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

১৯

হাসনাতের ফেসবুক পোস্টে ৩ দাবি

২০
X