কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৯:২৫ পিএম
অনলাইন সংস্করণ

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

ফিরেই অসুস্থ মাকে দেখতে যান ডা. জুবাইদা। ছবি : সংগৃহীত
ফিরেই অসুস্থ মাকে দেখতে যান ডা. জুবাইদা। ছবি : সংগৃহীত

নিরাপত্তা ব্যবস্থায় চলাচল করলেও রাজধানীতে এক ঘণ্টার বেশি সময় যানজটে আটকা পড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৯ মে) বিকেল ৫টার দিকে ধানমন্ডির ‘মাহবুব ভবন’ থেকে বেরিয়ে সংসদ ভবনে আড়ং মোড়ে, মনিপুরী পাড়ার কাছের সড়ক এবং বিজয়সরণি সড়কে যানজটে আটকা পড়ে তার গাড়িবহর। গাড়ির বহরে পুলিশ প্রটেকশন গাড়ি এবং ব্যক্তিগত নিরাপত্তার গাড়ি থাকলেও রাস্তায় কোনো রকম হুইসেল ব্যবহার না করে সাধারণ যানবাহনের সঙ্গে জুবাইদা রহমানের গাড়িও ধীরে ধীরে চলতে থাকে।

বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) একজন সদস্য জানান, সাধারণ যানবাহনের সঙ্গে আমাদের নিরাপত্তার গাড়িগুলো ছিল। যেহেতু সাধারণ পরিবহন থামিয়ে দ্রুত যেতে ভিআইপি গাড়ি যেভাবে হুইসেল বাজিয়ে যায়, সেটা না করার নির্দেশনা থাকায় আমরা সাধারণ পরিবহনের সঙ্গে আস্তে আস্তে যানজট অতিক্রম করেছি। যাতে যাত্রী সাধারণ বিরক্তবোধ না করেন।

তিনি জানান, ধানমন্ডি থেকে রওনা হই বিকেল সাড়ে ৫টার দিকে। গুলশানে ম্যাডামের বাসায় পৌঁছেছি সন্ধ্যা ৭টার দিকে।

এর আগে বেলা ১১টার দিকে গুলশানে খালেদা জিয়ার বাসা ‘ফিরোজা’ থেকে বের হন জুবাইদা রহমান। তার সামনে-পেছনে নিরাপত্তা বাহিনীর গাড়ি ছিল। ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি পুলিশ বাহিনী থেকে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

দুপুরে প্রয়াত বাবা সাবেক নৌ প্রধান রিয়ান অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসায় যান। জুমার নামাজ পড়েন ধানমন্ডির একটি মসজিদে মহিলাদের জন্য নির্ধারিত স্থানে। এরপর বাবার বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুসহ পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটান ডা. জুবাইদা।

তার নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সার্বক্ষণিক থাকছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ কয়েকজন বিএনপি নেতা। গতকালও তারা ছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পান্থপথের স্কয়ার হাসপাতাল থেকে মাকে নিয়ে মাহবুব ভবনে যান জুবাইদা রহমান। সেদিনই চিকিৎসকরা অবস্থার উন্নতি হওয়ায় তাকে (ইকবাল মান্দ বানু) ছাড়পত্র প্রদান করেন।

এর আগে গত মঙ্গলবার লন্ডন থেকে শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ১৭ বছর পর দেশে আসেন জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গেই থাকছেন তারা। এদিকে জুবাইদা রহমান প্রতিদিনই মাহবুব ভবনে আসছেন। তবে রাতে গুলশানে ফিরোজায় শাশুড়ির সঙ্গে থাকছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এপ্রিলে সীমান্তে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ বিজিবির

আওয়ামী লীগকে নিষিদ্ধে সর্বদলীয় কনভেনশনের আহ্বান এবি পার্টির

আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে : সপু

সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘুর ওপর নিরাপত্তা নির্ভর করে না : তারেক রহমান

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না : আমিনুল হক

কেশবপুরে পূজা উদযাপন ফ্রন্টের কর্মীসভা

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে পানি ছেটানো নিয়ে যা জানাল ডিএনসিসি

স্কুল পড়ুয়া ৩৭ শিক্ষার্থী পেল বাইসাইকেল

স্বাস্থ্য পরামর্শ / হিটস্ট্রোক থেকে বাঁচতে পর্যাপ্ত পানি পান করতে হবে

বাবাকে হত্যায় মেয়ে শিফার দোষ স্বীকার

১০

সুন্দরবন দিয়ে ৬২ জনকে পুশইন বিএসএফের

১১

বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

১২

নরসিংদীতে সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা, প্রাণনাশের হুমকি

১৩

আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন নিয়ে এনসিপির বিশেষ বার্তা

১৪

পিবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

১৫

ডিআইইউসাসের দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

১৭

শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টার দিলেন ঢাবি ছাত্রদল নেতা

১৮

ঢাকা ছাড়াও আ.লীগ নিষিদ্ধের আন্দোলন হয়েছে যেসব জায়াগায়

১৯

পাক-ভারত উত্তেজনা : অতীতে কারা পেয়েছে সুবিধা, এবার সামনে কে?

২০
X