কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত নিয়ন্ত্রিত জম্মুতে বিমানবন্দরে বিস্ফোরণ

জম্মু বিমানবন্দর। পুরোনো ছবি
জম্মু বিমানবন্দর। পুরোনো ছবি

কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যকার উত্তেজনা সবশেষ যুদ্ধ পরিস্থিতিতে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে বিস্ফোরণে কেঁপে উঠেছে ভারতের জম্মু বিমানবন্দর।

বৃহস্পতিবার (০৮ মে) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু শহরের গুজ্জর নগর সেতুর কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, তিনি জম্মু বিমান বন্দরের কাছে ১৬টি বস্তু পড়ে রয়েছে বলে গণনা করেছেন। অন্যদিকে একটি নিরাপত্তা সূত্র বিমানবন্দরে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

ওই প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, বিস্ফোরণের সময় বাজার বন্ধ ছিল এবং তারা লোকজনকে দৌড়াদৌড়ি করতে দেখেছেন। এ সময় সাইরেন বাজছিল এবং গোটা শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, জম্মুতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়া হামলার সময় শহরজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।

এর আগে নয়াদিল্লি দাবি করে, ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার রাতভর ও বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটসহ বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। তবে এসব হামলা ঠেকিয়ে দিয়েছে দেশটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জানায়, পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহোরসহ একাধিক শহরের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে।

ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পাকিস্তানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী।

ভারতের সামরিক বাহিনী জানিয়েছে, পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাশিয়ার তৈরি এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে এসব হামলা প্রতিহত করা হয়েছে।

পাকিস্তানের হামলায় ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে ভারত। পাল্টা হামলায় পাকিস্তানের রাডার ধ্বংস করতে ব্যবহার করা হয়েছে ‘হারপি’ ও ‘হারোপ’ ড্রোন, যা মূলত রাডার সিস্টেম শনাক্ত করে হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীদের স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

স্বাস্থ্য পরামর্শ / মায়ের গর্ভেই থ্যালাসেমিয়া রোগ নির্ণয় পদ্ধতি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

মরদেহ দাফনের পাঁচদিন পর বাবা জানলেন সন্তান জীবিত

দেশজুড়ে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

সাবেক মেয়র আইভীকে আটকের খবরে বাড়ি ঘেরাও

পাকিস্তানের মিসাইল বৃষ্টি, অন্ধকার ভারত

ভারতের প্রত্যাঘাত ছিল অ-উত্তেজক ও সুনির্দিষ্ট : বিক্রম মিশ্রি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান

দৌলতপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল

১০

সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

১১

রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের

১২

‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর করা হবে’

১৩

আ.লীগ মানেই পালানোর ইতিহাস : টুকু

১৪

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

১৫

বাজার থেকে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

১৬

ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি

১৭

বিএনপি নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল

১৮

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী

১৯

ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

২০
X