কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

৩০ ভারতীয় কামিকাজে ড্রোন ভূপাতিত, নিহত ২

লাহোরে বিমান বিধ্বংসী মেশিনগান (বাঁয়ে) এবং ড্রোন (ডানে)। ছবি : সংগৃহীত
লাহোরে বিমান বিধ্বংসী মেশিনগান (বাঁয়ে) এবং ড্রোন (ডানে)। ছবি : সংগৃহীত

ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি নির্মিত কামিকাজে ড্রোন আটক ও ধ্বংস করেছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার (৮ মে) দেশের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) পাকিস্তান আইএসপিআরের বরাতে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানায়।

এসব ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ছাড়া একটি সামরিক স্থাপনায় ভারতের ড্রোন হামলায় পাকিস্তানি ৪ সেনা আহত হন। তাদের অবস্থা গুরুতর।

বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ভারত এ হামলা চালায়। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানায়, রাওয়ালপিন্ডি, গুজরাত, অ্যাটক, গুজরানওয়ালা, লাহোর, শেখুপুরা, নানকানা, ঘোটকি এবং করাচির মালির জেলাসহ একাধিক শহরের আকাশে এই ড্রোনগুলো শনাক্ত করা হয়।

নিরাপত্তা সূত্র জানায়, পাকিস্তানি সেনারা পান্ডো সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অপ্রত্যাশিত গোলাবর্ষণের জবাবে কার্যকরভাবে সাড়া দেয়। নাঙ্গা টাক-এ ভারতীয় ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করে এবং অন্যান্য স্থানে গোলাবর্ষণ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এ কারণে ভারত হতাশ হয়ে ড্রোন হামলা চালায় বলে মন্তব্য করে পাকিস্তান আইএসপিআর।

পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আগত ড্রোনগুলোর বিরুদ্ধে অভিযান চালালে বিভিন্ন এলাকায় উচ্চস্বরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইএসপিআর-এর একজন কর্মকর্তা জানান, দেশে প্রথমবারের মতো ইসরায়েলি এই মানববিহীন আকাশযান (ইউএভি) হেরন এমকে-২ ধ্বংস করা হয়েছে। যা ৩৫,০০০ ফুট উচ্চতায় উড়তে পারে। ভারতে এটি হ্যারোপ ড্রোন নামে পরিচিত।

ড্রোনগুলো ইসরায়েলি কারখানায় তৈরি। তবে এর ইঞ্জিনগুলো ব্রিটেনের ইউএভি ইঞ্জিনস লিমিটেড দ্বারা নির্মিত।

পাকিস্তান আইএসপিআরের মতে, কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায়, ভারতীয় বাহিনী এলওসি-তে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে। শত্রুপক্ষের সকল পরিকল্পনা বানচাল করে দিচ্ছে। সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্রভিত্তিক) পদক্ষেপের সমন্বয়ে সকল আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

তবে লাহোরে, ওয়ালটন ওল্ড এয়ারপোর্ট এবং বুরকির কাছে ড্রোন আঘাত হানায় চারজন সেনা আহত এবং সামরিক সম্পদের সামান্য ক্ষতি হয়েছে। সংবেদনশীল এলাকার কাছে হামলায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। এ কারণে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন।

জালো পার্কের কাছে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং এলিট ফোর্স ইউনিট এলাকাটি ঘিরে রেখেছে। ওয়ালটন এবং শেখুপুরায় ড্রোনগুলো কৃষি জমিতে পড়ে। ফলে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। গুজরানওয়ালায় বৃহস্পতিবার সকালে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলে একটি ভারতীয় ড্রোন ধ্বংস করা সম্ভব হয়।

রাওয়ালপিন্ডি এবং অ্যাটকে দুজন বেসামরিক নাগরিক নিহত এবং একজন আহত হয়েছেন। ড্রোনগুলো শহুরে এবং আধা-গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। রাওয়ালপিন্ডিতে স্টেডিয়াম রোডের ফুড স্ট্রিটের কাছে একটি দোকানে ধ্বংসাবশেষ পড়ে জানালা ভেঙে দুজন আহত হয়।

এ ঘটনার পর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের সকল গেট বন্ধ করে দেওয়া হয়। অবিস্ফোরিত বোমার আশঙ্কায় নিরাপত্তা কর্মীরা এলাকাটি ঘিরে ফেলে। একই সময় আরেকটি ড্রোন রেস কোর্স গ্রাউন্ডের কাছে একটি আবাসিক ভবনের ওপর পড়ে।

একইভাবে গুজরাটের পীরচাঁদ গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া যায়। সিন্ধুতে ঘোটকি জেলার সরফরাজ লঘারি গ্রামেও ড্রোন হামলা হয়। ফয়সাল মসজিদের কাছে ড্রোন হামলার একটি মিথ্যা খবর ইসলামাবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন খারিজ করে দেন। তিনি ভুয়ো সাইরেন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচারণার কারণে অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টির বিষয়ে সতর্ক করেন।

ইসলামাবাদ, লাহোর এবং করাচির কর্তৃপক্ষ নাগরিকদের অযাচাইকৃত খবর ছড়ানো বা বিশ্বাস করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। কর্মকর্তারা বলেন, ‘ শুধুমাত্র বিশ্বাসযোগ্য সরকারি চ্যানেলের মাধ্যমে প্রকাশিত সরকারি বিবৃতির ওপর নির্ভর করুন।’

এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে বলেন, পাকিস্তানের প্রতিশোধ ক্রমশ নিশ্চিত হচ্ছে। আমি এখনও বলব না যে এটি ১০০%। কিন্তু পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছে। মনে হচ্ছে, আমাদের জবাব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

‘স্বাস্থ্য খাতে বিনিয়োগ মানুষের ভালো থাকার জন্য হতে হবে’

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

লুকিয়ে রাখা ২৯ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

হাসনাতের ফেসবুক পোস্টে ৩ দাবি

যানজট ও দুর্ঘটনা রোধে মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

মুসলিম বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছে ‘সোনারগাঁ’ : মামুনুল হক

‘এ দেশে আ.লীগের নেতাকর্মীদের ভাত নেই’ 

ফিল্ম আর্কাইভে জাতীয় চলচ্চিত্র সংসদের সম্মেলন

১০

‘শাহবাগে বড় স্ক্রিনে দেখানো হবে জুলাই গণহত্যার ডকুমেন্টারি’

১১

নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত 

১২

‘সবাইকে কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে একযোগে কাজ করতে হবে’

১৩

ভারতের ৩৬ জায়গায় পাকিস্তানের ৪০০ হামলা

১৪

কর্ণফুলীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ সিএমপি কমিশনারের

১৫

অভিযোগও ভারতের, রায়ও ভারতের, হামলাও ভারতের : পাকিস্তান সেনার মুখপাত্র

১৬

আ.লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

১৭

ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায় : সারজিস

১৮

‘এই দেশ কোনো ব্যক্তি বা দলের নয়, জণগণের’

১৯

পাকিস্তানের পাশে দাঁড়াল আরও এক মুসলিম দেশ

২০
X