শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ০৯:৪৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পরমাণু অস্ত্র কোথায় রাখা আছে?

পাকিস্তানের পারমাণু অস্ত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের পারমাণু অস্ত্র। ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এদিকে আজ বৃহষ্পতিবার ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী তাদের পাঞ্জাব ও গুজরাট, জম্মু-কাশ্মীরসহ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

দু-পক্ষের হামলা পাল্টা হামলায় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা বড় ধরণের সামরিক সংঘাতের সম্ভাবনা জোরদার করেছে। এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে দু-দেশের হাতে থাকা পরমাণু অস্ত্র নিয়ে। অনেকে বলছেন, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী যে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন সেটাই কি এখন বাস্তবে পরিণত হবে?

যদি সত্যিই পাকিস্তান এগুলো ব্যবহার করে তাহলে কী হবে এ নিয়ে চলছে আলোচনা। এছাড়া দেশটির পারমাণবিক অস্ত্র কোথায় আছে তা-ও আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।

২০২৩ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস’ (FAS) জানিয়েছিল, পাকিস্তানের কাছে তখন প্রায় ১৭০টি পারমাণবিক অস্ত্র ছিল। অপরদিকে ভারতের কাছে সে সময় ছিল আনুমানিক ১৮০টি অস্ত্র। উল্লেখযোগ্য বিষয় হলো, পাকিস্তান প্রতি বছর ১৪ থেকে ২৭টি নতুন পারমাণবিক অস্ত্র তার ভাণ্ডারে সংযুক্ত করছে বলে ধারণা করা হয়।

FAS-এর তথ্য অনুযায়ী, পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে গোপনে সংরক্ষণ করে থাকে, যাতে একযোগে সব অস্ত্র ধ্বংস হওয়ার ঝুঁকি না থাকে। তবে কিছু গুরুত্বপূর্ণ ঘাঁটির নাম জানা গেছে, যেগুলোতে পারমাণবিক অস্ত্র মজুত থাকার সম্ভাবনা প্রবল।

১. মাশরুর বিমান ঘাঁটি : এটি করাচির নিকটে অবস্থিত এবং পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি। এখান থেকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিরাজ-টু এবং মিরাজ-থ্রি যুদ্ধবিমান পরিচালিত হয়।

২. সর্গোধা (Sargodha) ঘাঁটি : পাঞ্জাব প্রদেশের এই ঘাঁটি পাকিস্তানের স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের অধীনে পরিচালিত হয়। এখানে পারমাণবিক ও কৌশলগত অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয় বলে মনে করা হয়।

৩. কামরা (Kamra) বিমান ঘাঁটি : এটি পাকিস্তানের অন্যতম প্রধান বিমান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র। এখানেও পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান মোতায়েনের প্রমাণ পাওয়া গেছে।

৪. গজনি ও খুশাব ঘাঁটি : কিছু উপগ্রহচিত্র ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, পাকিস্তান এই অঞ্চলে পারমাণবিক অস্ত্র সংরক্ষণের জন্য গোপন ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করেছে।

অস্ত্র বহনের মাধ্যম : পাকিস্তান তার পারমাণবিক অস্ত্র উৎক্ষেপণের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করে থাকে, যেমন :

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র : হাতফ সিরিজের ক্ষেপণাস্ত্র (Hatf I থেকে Hatf VII পর্যন্ত) পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এর মধ্যে শাহীন-১ ও শাহীন-২ সর্বাধিক শক্তিশালী।

যুদ্ধবিমান : মিরাজ-III ও মিরাজ-V বিমান পারমাণবিক অস্ত্র বহনে ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে অত্যাধুনিক জেএফ-১৭ যুদ্ধবিমান। এই যুদ্ধবিমান চীন এবং পাকিস্তান যৌথভাবে নির্মাণ করেছে এবং এখন পাকিস্তান নিজেই এটি উৎপাদন করে থাকে।

ট্যাকটিকাল নিউক্লিয়ার অস্ত্র : ভারতীয় সামরিক আগ্রাসন মোকাবিলায় স্বল্প পাল্লার ট্যাকটিক্যাল অস্ত্র তৈরি করেছে পাকিস্তান, যার মধ্যে রয়েছে NASR (Hatf-IX) ক্ষেপণাস্ত্র।

বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা এখনো মূলত সামরিক বাহিনীর অধীনে রয়েছে এবং বেসামরিক নিয়ন্ত্রণ সীমিত। ফলে সংকটকালে হঠাৎ প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি থেকেই যায়।

আরও উদ্বেগজনক বিষয় হলো, সন্ত্রাসী সংগঠনগুলোর কার্যকলাপ পাকিস্তানে এখনো একটি বড় হুমকি, যার কারণে পারমাণবিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের মিসাইল বৃষ্টি, অন্ধকার ভারত

ভারতের প্রত্যাঘাত ছিল অ-উত্তেজক ও সুনির্দিষ্ট : বিক্রম মিশ্রি

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান

দৌলতপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল

সরকারি বাঙলা কলেজে দ্বিতীয় আন্তঃবিভাগ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাস্তায় নামার আহ্বান এনসিপি নেতাদের

‘বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে পৃথক অধিদপ্তর করা হবে’

আ.লীগ মানেই পালানোর ইতিহাস : টুকু

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করায় নিজ এলাকায় বিক্ষোভ

বাজার থেকে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

১০

ভারতের দুটি রাফাল ভূপাতিত করা নিয়ে মুখ খুলল যুক্তরাষ্ট্র, চুপ দিল্লি

১১

বিএনপি নেতার চাঁদা দাবির অডিও ভাইরাল

১২

মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে নিহত দুই শিক্ষার্থী

১৩

ববি ভিসির বিধি লঙ্ঘন ও অনিয়মের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে

১৪

নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির কর্মসূচি শুরু শুক্রবার

১৫

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

১৬

বরিশালে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১৭

সীমান্ত উত্তেজনার ছায়ায় মাঝপথে বন্ধ হয়ে গেল আইপিএল ম্যাচ!

১৮

‘শিশুদের সঠিক শিক্ষা দিলে দেশ ভবিষ্যতে ভালোর দিকে আগাবে’

১৯

পাকিস্তানের এফ-১৬ ভূপাতিত করার দাবি ভারতের

২০
X