কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০২:৩৫ এএম
অনলাইন সংস্করণ

দেশজুড়ে ভারতের ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা

ভারতের বিমানবন্দর। ছবি: সংগৃহীত
ভারতের বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ভারতে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে এসেছে ভারত সীমানায়। রাজস্থানের জয়সলমীর এবং সীমান্তবর্তী অন্যান্য শহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপরেই দেশজুড়ে ২৪টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে ভারত সরকার।

ইন্ডিয়া টিভির খবরে বলা হয়, পাকিস্তানের চালানো মিসাইল ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় দেশজুড়ে ২৪টি বিমানবন্দর সাময়িকভাবে বেসামরিক ফ্লাইট পরিচালনার জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে কতদিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে তা এখনো জানানো হয়নি।

এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধার দিকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ঝাঁকে ঝাঁকে রকেটে উড়ে এসেছে ভারত সীমানায়। এসময় পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের শহরগুলিতে বিমান হামলার সাইরেন বেজে ওঠে এবং বেসামরিক ও সামরিক অবকাঠামো রক্ষার জন্য সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়।

বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো (BCAS) দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে। সব যাত্রীকে বোর্ডিংয়ের আগে "সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেক" (SLPC) পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দর চত্বরে প্রবেশের সময় যানবাহন ও যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করা হবে এবং যাত্রীদের লাগেজ সূক্ষভাবে স্ক্যান করা হবে। এছাড়াও, বিমানবন্দরে ভিজিটরদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। প্রয়োজন অনুসারে এয়ার মার্শালদেরও মোতায়েন করা হচ্ছে।

বিসিএএস-এর এক নির্দেশিকায় বলা হয়েছে, ‘পহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও পরবর্তীতে দেশে সৃষ্ট নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, সব ধরনের বিমান চলাচল সংক্রান্ত স্থাপনায়—যেমন বিমানবন্দর, এয়ারস্ট্রিপ, এয়ারফিল্ড, বিমানঘাঁটি, হেলিপ্যাড, ফ্লাইং স্কুল ও ট্রেনিং ইনস্টিটিউটে—উচ্চমাত্রার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।’

ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনার জেরে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ২৪টিরও বেশি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে একাধিক রাজ্যে স্কুল বন্ধ, সীমান্তবর্তী জেলাগুলোতে ব্ল্যাকআউট এবং পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বলেন, ‘পাকিস্তান প্রথমে হামলা চালিয়েছে, আমরা কেবল প্রতিক্রিয়া জানিয়েছি। পরিস্থিতি উত্তপ্ত করার কোনো ইচ্ছা আমাদের নেই। আমরা শুধুমাত্র ২২ এপ্রিল পহেলগামের সন্ত্রাসী হামলার জবাব দিয়েছি।’

তবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ বৃহস্পতিবার গভীর রাতে পাকিস্তান জম্মু ও ভারতের উত্তরাঞ্চলীয় এলাকা গুলোতে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

১০

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

১১

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

১২

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

১৩

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৪

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

১৫

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

১৬

যে খাবারগুলো ইচ্ছেমতো খেলেও বাড়বে না ওজন

১৭

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

১৮

সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল

১৯

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ আসামি ৩৮

২০
X