কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ০৯ মে ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের পাশে দাঁড়াল আরও এক মুসলিম দেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানায় ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। এবার ইসলামাবাদের পাশে থাকার ঘোষণা দিল আরেক মুসলিম দেশ।

বুধবার (০৯ মে) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভ সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। এই আলোচনায় বায়রামভ পাকিস্তানের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেন।

এতে বলা হয়, টেলিফোনে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারত-পাকিস্তান চলমান উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন জেইহুন বায়রামভকে। আলাপের সময় ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বায়রামভ পাকিস্তানের প্রতি দৃঢ় সংহতি ও সমর্থন জানান এবং নিরীহ মানুষের প্রাণহানিতে পাকিস্তানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

টেলিফোনে দুই নেতা ‘ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে’ সম্মত হয়েছেন এবং দুই দেশের মধ্যে দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ভারতের ৭৭ ড্রোন গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গুলি করে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার (০৯ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় মিডিয়া পিটিভির বরাত দিয়ে নিরাপত্তা সূত্রে জানানো হয়েছে, গত কয়েক দিনে ভারতের ৭৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান।

প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান ২৯টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া গতরাত থেকে আরও ৪৮টি ড্রোন গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ‘প্রত্যুত্তরমূলক জবাব’ দিচ্ছে।

পাকিস্তান আইএসপিআরের মতে, কাপুরুষোচিত হামলাগুলো নয়াদিল্লির আতঙ্ক ও কৌশলগত বিশৃঙ্খলার প্রতিফলন। এর মাধ্যমে বোঝা যায়, ভারতীয় বাহিনী এলওসিতে উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে।

আইএসপিআর আরও জানায়, পাকিস্তান সেনাবাহিনী শক্তিশালী ও পরিকল্পিত জবাব দিচ্ছে। শত্রুপক্ষের সব পরিকল্পনা বানচাল করে দিচ্ছে। সফট-কিল (প্রযুক্তিগত) এবং হার্ড-কিল (অস্ত্রভিত্তিক) পদক্ষেপের সমন্বয়ে সব আগত ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি শহরে একযোগে হামলা চালায় ভারত। ভারত দাবি করে, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে তারা এই অভিযান চালিয়েছে। এরপর বৃহস্পতিবার সারাদিনজুড়ে পাকিস্তানের অভ্যন্তরে আরও বহু ড্রোন হামলা চালানো হয়।

পাকিস্তান দাবি করেছে, তাদের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান ও একটি যুদ্ধ ড্রোন ভূপাতিত হয়েছে। আইএসপিআরের ডিজি বলেন, শত্রুর আগ্রাসনের জবাবে প্রতিরক্ষামূলকভাবে আমরা ৩টি রাফায়েল জেট, একটি মিগ-২৯, একটি এসইউ বিমান এবং একটি হেরন যুদ্ধ ড্রোন গুলি করে ভূপাতিত করেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ভারত-পাকিস্তান যুদ্ধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ধু চুক্তি কার্যকর করতে ভারতকে আহ্বান পাকিস্তানের

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

আম্পায়ারদের মানোন্নয়নে ‘বিশ্বসেরা’ আম্পায়ারকে আনছে বিসিবি

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন কাজল

ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না : নাহিদ 

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে হেরে সতীর্থদের ওপর ক্ষুব্ধ আর্জেন্টাইন লাউতারো

সীমান্ত দিয়ে ৯ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

আন্দোলনের একপর্যায়ে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই : নাহিদ ইসলাম

স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

১০

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা

১১

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকে কার্যকর

১২

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা

১৩

যুদ্ধবিরতির পর নিহতের নতুন সংখ্যা জানাল ইরান

১৪

সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন

১৫

ডেঙ্গু জ্বর: কিছু তথ্য

১৬

এইচএসসিতে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

১৭

জুলাই অভ‍্যুত্থান : মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১৮

৪৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ

১৯

‘দুঃখিত, এবার আর তা হবে না’

২০
X