ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শাহবাগে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে শিবির

শাহবাগে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প। ছবি : কালবেলা
শাহবাগে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনরতদের ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৯ মে) রাতে শাহবাগ মোড়ে এ দৃশ্য দেখা যায়।

শাহবাগের ট্রাফিক পুলিশ বক্সের সামনে স্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের ফ্রি চিকিৎসাসেবা ক্যাম্প। সেখানে কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে সেখান থেকে চিকিৎসা নিচ্ছেন।

খাবার পানি, স্যালাইন, ফার্স্ট এইড ছাড়াও বেশ কিছু প্রাথমিক ওষুধ দেওয়া হচ্ছে শিবিরের চিকিৎসাকেন্দ্রে।

আয়োজকরা জানান, শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে তিনটা থেকে এই চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। চিকিৎসাকেন্দ্রে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ তাদের এই ফ্রি চিকিৎসাকেন্দ্র চলমান থাকবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। স্লোগানে স্লোগানে উত্তাল কয়েক হাজার ছাত্র-জনতা।

এর আগে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার পরপরই শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

শুক্রবার (৯ মে) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিন্টো রোড থেকে শাহবাগ অভিমুখে মিছিল নিয়ে আসেন আন্দোলনকারীরা। এরপর শাহবাগ মোড়ে বসে পড়েন আন্দোলনকারীরা। এতে এনসিপি, শিবির, আপ বাংলাদেশ, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দলে দলে যোগ দেন।

এ সময় তারা ব্যান ব্যান আওয়ামী লীগ, একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাইসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বিকেল ৫টার দিকে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে কয়েকশ মানুষ মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন। এ ছাড়া কওমিসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা যোগ দেন।

সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলামোটর অভিমুখ থেকে ঢাকা মহানগর শিবিরের কয়েকশ নেতাকর্মী শাহবাগে এসে যুক্ত হয়েছেন। এ সময় তারা শিবির শিবির স্লোগান দিতে থাকেন।

শাহবাগে ব্লকেডে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।

এর আগে সকালে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এই জমায়েতের ডাক দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ফোয়ারার সামনে মঞ্চে বাদ জুমা জনসমুদ্র হবে। আজ তারা বুঝতে পারবে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব : সেলিমুজ্জামান

সীমান্তে বিজিবির অভিযান, ৬২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু 

সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের ৫০তম জন্মদিন আজ

বগুড়ার সাতটি আসনে এনসিপির ১৪ নেতার মনোনয়ন উত্তোলন

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু 

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

জ্বালাও-পোড়াওয়ের রানি পালিয়ে বিদেশে আছেন : ডা. জাহিদ

একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১১ হাজারেরও বেশি

১০

খুলনার নতুন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

১১

এনসিপির সঙ্গে বৈঠকে আইএমএফের প্রতিনিধিদল

১২

ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক এরশাদ কারাগারে    

১৩

বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল আর্জেন্টিনা

১৪

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

১৫

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ

১৬

ফিলিস্তিনে মসজিদে আগুন, দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে গেল দখলদাররা

১৭

সৌদি আরবে দক্ষ কর্মী পাঠাতে যৌথ উদ্যোগ জোরদার

১৮

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

১৯

মাটিচাপা নবজাতক উদ্ধার / অভাব-অনটনের নির্মম সিদ্ধান্তে শিউরে উঠল পুরো এলাকা

২০
X