আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-জনতা, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শুক্রবার (০৯ মে) বিকেলে ৩টায় মিছিল নিয়ে ডিসি অফিসে যান তারা। পরে তারা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন।
এদিন তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের বন্দরবাজার-সিটি পয়েন্ট, সুরমা মার্কেট সড়কের একাংশ দখল করে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন।
নেতাকর্মীরা জানান, ঢাকায় অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা আহ্বায়ক আক্তার হোসেন কালবেলাকে বলেন, গণঅভ্যুত্থানের ৯ মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে অবস্থান নিয়েছি আমরা। আওয়ামী লীগ এ দেশে আর ফিরবে না। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এ দাবি আদায় করব। আমাদের কর্মসূচি চলবে দাবি আদায়ের আগ পর্যন্ত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, এনসিপির নেতা-কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বলে আমরা শুনেছি। তারা আমাদের কিছু জানায়নি।
সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, আমার অফিসের সামনে ছাত্র-জনতা অবস্থান নিয়েছেন বলে আমি শুনেছি। তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করছে।
এর আগে, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গণহত্যাকারী হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও ছাত্র-জনতা।
মন্তব্য করুন