সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের সাত নম্বর প্যাকেজের অংশ হিসেবে সড়ক প্রশস্তকরণ, নতুন নির্মাণ ও সড়ক রক্ষণাবেক্ষণ কাজের জন্য দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করল সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। গতকাল বুধবার সওজ তেজগাঁও সদর দপ্তরের প্রকল্প কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর হয়।
সওজের পক্ষে প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম ও চীনের প্রতিষ্ঠান এসআরবিজি-বিটিসি জেভি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ (গ্রুপ) করপোরেশন লিমিটেডের পক্ষে ডেং ইউচান ও বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম দুলাল চুক্তিপত্রে সই করেন।
এ সময় অতিরিক্ত প্রকল্প পরিচালক এবিএম শেরতাজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক-চার এ কে এম শামসুজ্জোহা, উপ-প্রকল্প পরিচালক মো. রুকুনুজ্জামানসহ প্রকল্পের অন্য কর্মকর্তারা ছিলেন। এ ছাড়াও বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের পরিচালক রাকাতুল ইসলাম রাতুল, কোম্পানি পরামর্শক আবুল কালাম, কোম্পানির প্রধান প্রকল্প সমন্বয়ক প্রকৌশলী কাজী নুরে মোস্তাকিম প্রমুখ ছিলেন।
চুক্তি অনুযায়ী, ৯৪৭ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের সাত প্যাকেজের ১৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও নতুন নির্মাণকাজ করবে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় ছয় লেনের সাসেক ঢাকা-সিলেট করিডোর উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ১৬ হাজার ৯১৮ কোটি টাকার এ প্রকল্পে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রকল্প পরিচালক এ কে মোহাম্মদ ফজলুল করিম বলেন, ভারত-মিয়ানমার-নেপাল-ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য ভৌগোলিকভাবে বাংলাদেশ কেন্দ্রবিন্দুতে রয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কটি বৃহত্তর সিলেট অঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ অন্যান্য অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম। তিনি বলেন, এ মহাসড়কের উভয়পাশে সার্ভিস লেনসহ ছয় লেনে উন্নীত করা হলে রাজধানী ঢাকার সঙ্গে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং বিভাগীয় শহর সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। পাশাপাশি এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধন এবং পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে উপ-আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ সহজ হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান দায়িত্বশীলতার সঙ্গে এই উন্নয়নযাত্রায় অংশ নিয়ে যথাসময়ে কাজ শেষ করবে বলে প্রত্যাশার কথা জানান তিনি।
অনুষ্ঠানে বিশ্বাস ট্রেডিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম দুলাল বলেন, প্রকল্পে কাজের অংশীদার হতে পেরে আমরা গর্বিত, আনন্দিত। এজন্য সড়ক বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্মাণে কোনো আপস করা হবে না। সর্বোচ্চ মানের কাজে সবার আস্থা অর্জনের মধ্য দিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই।
মন্তব্য করুন