বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের চতুর্থ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর গুলশানের বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সম্প্রতি বিওএ আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ সফলভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। পরে ২০২১-২২ এবং ২০২২-২৩ দুটি অর্থবছরে বিওএ সম্পাদিত কার্যক্রমের ওপর বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আলোচনা শেষে প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় আরও ছিলেন বিওএর সহসভাপতি কাজী নাবিল আহমেদ, সহসভাপতি মাহাবুব আরা বেগম গিনি, শেখ বশির আহমেদ, কোষাধ্যক্ষ এ কে সরকার, বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু, নজীব আহমেদ এবং বিওএর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন