কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৫ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকার ৫৬ আসনের সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করল খেলাফত মজলিস

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা বিভাগের ৫৬টি সংসদীয় আসনে সম্ভাব্য এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। এর আগে গতকাল শনিবার সকালে রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অনুষ্ঠানে মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, জনগণের প্রকৃত কল্যাণের স্বার্থে সৎ ও যোগ্য ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে। পরকালীন জবাবদিহির ভয়ে ভীত জনগণের কোনো নেতা রাষ্ট্রের সম্পদ চুরি ও লুণ্ঠন করতে পারেন না। কর্তৃত্ব নয়, সেবা পরায়ণতাই হচ্ছে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বের অন্যতম গুণাবলি। জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন পূরণে এই আদর্শবাদীদের এগিয়ে আসতে হবে। আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সংশ্লিষ্ট আসনে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করে ঘরে ফিরতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস দেয়াল ঘড়ি প্রতীকে অংশগ্রহণ করবে।

আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, সাইয়েদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, শেখ মুহাম্মদ সালাহ উদ্দিন প্রমুখ।

সভায় ঢাকা বিভাগের সংসদীয় আসনগুলোর সম্ভাব্য প্রার্থীগণ নিজ নিজ এলাকার সাংগঠনিক অবস্থা ও তৎপরতার রিপোর্ট পেশ করেন। সভায় ঘোষিত প্রার্থীগণ হলেন—টাঙ্গাইল-১ মাওলানা কেএম আনসার আলী, টাঙ্গাইল-২ মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল-৩ মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল-৪ মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল-৫ মো. ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল-৬ আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল-৭ মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল-৮ মাওলানা মো. শহীদুল ইসলাম, কিশোরগঞ্জ-১ হিফজুর রহমান খান, কিশোরগঞ্জ-২ মাওলানা সাঈদ আহমদ, কিশোরগঞ্জ-৩ আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ-৪ ওলিউর রহমান, কিশোরগঞ্জ-৫ মাওলানা আবদুল আহাদ, কিশোরগঞ্জ-৬ সাইফুল ইসলাম সাহেল, মানিকগঞ্জ-১ মুফতি আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ-২ এসএম সালাহউদ্দিন, মানিকগঞ্জ-৩ তাওহিদুল ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ-১ মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ-২ মিজানুর রহমান মৃধা, মুন্সীগঞ্জ-৩ আব্বাস কাজী, ঢাকা-১ সিকদার মোবারক হোসেন, ঢাকা-৩ নূর হোসেন, ঢাকা-৫ সেলিম হোসাইন আজাদী, ঢাকা-৬ কাজী সরদার নেয়ামত উল্লাহ, ঢাকা-৯ ফয়েজ বক্স সরকার শহীদ, ঢাকা-১০ আহমদ আলী কাসেমী, ঢাকা-১১ অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা-১২ ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা-১৩ মোহাম্মদ শাহজাহান, ঢাকা-১৪ মুফতি মিজানুর রহমান, ঢাকা-১৫ শেখ মুহাম্মদ সুলাইমান, ঢাকা-১৬ ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা-১৭ লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক।

ঢাকা-১৮ সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা-১৯ অধ্যাপক এনামুল হক, ঢাকা-২০ মুফতি আশরাফ আলী, গাজীপুর-১ আবদুল হালিম আল হেরা, গাজীপুর-২ খন্দকার রুহুল আমীন, গাজীপুর-৩ সুলতান মাহমুদ, গাজীপুর-৫ মাওলানা আজীজুল হক, নরসিংদী-১ হাফেজ মহিউদ্দিন জামিল, নরসিংদী-২ নূরুল আবসার শাহীন, নরসিংদী-৫ জাকির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ-১ মো. এমদাদুল হক, নারায়ণগঞ্জ-২ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ-৩ মুফতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ-৪ ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ-৫ এবিএম সিরাজুল মামুন, রাজবাড়ী-২ অধ্যাপক কাজী মিনহাজুল আলম, গোপালগঞ্জ-১ মাওলানা কাজী রফিকুর রহমান, গোপালগঞ্জ-২ জিএম মনিরুজ্জামান মিন্টু, গোপালগঞ্জ-৩ মাওলানা আলী আহমদ, মাদারীপুর-৩ মনির হোসেন আকঞ্জি, শরীয়তপুর-১ মো. মিজানুর রহমান, শরীয়তপুর-২ দেলাওয়ার হোসাইন, শরীয়তপুর-৩ মাওলানা ইউসুফ ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পরিষদে ৪ অধ্যাদেশের খসড়া অনুমোদন

রাগ সবচেয়ে বেশি প্রভাব ফেলে কোন অঙ্গের ওপর, কীসের ক্ষতি হয় বেশি?

দ্বিতীয় ধাপে আরও ১৫৮ ইউএনওকে বদলি

এইচএসসিতে বাংলার সিলেবাস নিয়ে সিদ্ধান্ত দিল এনসিটিবি

পারিবারিক আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ধর্মেন্দ্রের স্মরণসভা

বিপিএলের নিলামে বিশ্ব তারকারা, তালিকায় নাম যাদের

পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে উত্তরপত্র

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

১৩৬ পুলিশ পরিদর্শকের বদলি

জামায়াত নেতা তাহেরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

১০

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

১১

ক্লাসে বসা নিয়ে তর্ক, নবম শ্রেণির ছাত্রের ছুরিকাঘাতে আহত ৫

১২

মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্না করেন? জানুন এতে কী হয়

১৩

২৪ ঘণ্টায়ও থামেনি হংকংয়ের আগুন, বেড়েছে নিহতের সংখ্যা

১৪

মৃত মা-বাবার জন্য সওয়াব পৌঁছাতে যে ২ আমল করবেন

১৫

দুদকের জালে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ

১৬

২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত : ইসি সচিব 

১৭

শেখ হাসিনা-জয় ও পুতুলের সঙ্গে অন্য ১৮ আসামির যে সাজা হলো

১৮

কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা

১৯

শ্যালো মেশিন চুরি নিয়ে সংঘর্ষে যুবক নিহত

২০
X