ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষিত সময়ে প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। কর্মপরিকল্পনা চূড়ান্ত অনুমোদন না হওয়ায় সেটি সম্ভব হয়নি। যদিও এ পরিকল্পনা নিয়ে গতকাল বৃহস্পতিবারও বৈঠক করেছে কমিশন।
ইসি সূত্র জানায়, গতকাল দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক শুরু হয়। তবে কাজে ব্যস্ত থাকায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন না। আর ইসি সচিব আখতার আহমেদও জাপান সফরে রয়েছেন। সেজন্য বৈঠকে রোডম্যাপ চূড়ান্ত অনুমোদন হয়নি। তবে বৈঠক শেষে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
সূত্র আরও জানায়, আগামী সপ্তাহের প্রথম দিকে রোডম্যাপ চূড়ান্ত করে তা প্রকাশ হতে পারে। বিশেষ করে রোব অথবা সোমবার সে সম্ভাবনা রয়েছে। আর এ ব্যাপারে রোববার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে কমিশন।
তবে গতকাল বৈঠকের আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক করলাম। অনেক বিষয় থাকায় আজকের মধ্যে শেষ করা সম্ভব নাও হতে পারে।
উল্লেখ্য, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ-সংক্রান্ত চিঠিও দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তপশিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন সভায় আলোচনা শেষে জানানো হয়েছিল ডিসেম্বরের প্রথমার্ধে তপশিল দেবে ইসি। ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নিশ্চিত করেছিলেন, চলতি সপ্তাহেই (গত বৃহস্পতিবারের মধ্যে) জাতীয় নির্বাচনের রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে।
গণঅভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের নভেম্বরে দায়িত্ব নেন এ এম এম নাসির উদ্দিন কমিশন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।
মন্তব্য করুন