‘অভিন্ন আর্থিক নীতিমালা ও হিসাব ম্যানুয়াল’ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আন্দোলনের হুমকির পর সেই নীতিমালা রিভিউ (পর্যালোচনা) করতে আট সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউজিসি সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দকে। গতকাল ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আর্থিক বিষয়ে সৃষ্ট জটিলতা নিরসন এবং আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিতকরণের লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ‘অভিন্ন আর্থিক ও হিসাব ম্যানুয়াল’ প্রস্তুত করে ইউজিসি, যা কমিশনের ১৬৪তম সভায় বাস্তবায়নের জন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। নীতিমালাটি পর্যালোচনা করে মতামত/সুপারিশ পেশ করার জন্য কমিটি গঠন করা হলো।
ইউজিসি সূত্র জানায়, কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. সেলিয়া শাহনাজ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এ বিষয়ে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, কমিটি এ নীতিমালার অধিকতর বিশ্লেষণ করবে। শিক্ষকরা আপত্তি তুললে নীতিমালা রিভিউ করতে হবে, সেটি অফিস আদেশেই লেখা ছিল। এখন নীতিমালা নিয়ে শিক্ষকদের আপত্তি থাকায় কমিটি গঠন করা হয়েছে। ফলে ১ জুলাই থেকে এ নীতিমালা বাস্তবায়নের সুযোগ নেই। রিভিউ কমিটির সিদ্ধান্তের পরই নীতিমালাটির বাস্তবায়ন শুরু হবে।
মন্তব্য করুন