২০২২-২৩ অর্থবছর অর্থছাড়ের ভিত্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রকল্পগুলো বাস্তবায়নে অগ্রগতি হয়েছে ৯৯ দশমিক ৮৫ শতাংশ। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প, লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট, মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন, জাতীয় সংসদ সচিবালয়ের আইসিটি অবকাঠামো, দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা, গবেষণা ও উন্নয়নের মাধ্যমে বাংলা ভাষা সমৃদ্ধকরণ, ডিজিটাল সিলেট সিটি, বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল, বিজিডি ই-গভ সিআইআরটির সক্ষমতা বৃদ্ধি, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ, কানেক্টেড বাংলাদেশ, সিসিএ কার্যালয়ের সিএ মনিটরিং, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ইনফো সরকার-৩ প্রকল্প, বঙ্গবন্ধু হাইটেক সিটি-২-এর সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, দুর্গম এলাকায় তথ্যপ্রযুক্তি নেটওয়ার্ক স্থাপনসহ অন্যান্য প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়।
গত অর্থবছর আইসিটি বিভাগের অধীন ২৮ প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল ১ হাজার ৫৫৫ কোটি ৬৭ লাখ টাকা। এর মধ্যে ছাড় হয়েছে ১ হাজার ৫১৮ দশমিক ৪০ কোটি টাকা। ব্যয় হয়েছে ১ হাজার ৫১৬ দশমিক ৫ কোটি টাকা।
মন্তব্য করুন