

ভারতের অন্ধ্র প্রদেশে সাবেক প্রেমিকের স্ত্রীর শরীরে ইনজেকশনের মাধ্যমে এইচআইভি ভাইরাস ঢোকানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। সম্প্রতি এ ঘটনায় অভিযুক্ত ওই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার প্রধান অভিযুক্ত বসুন্ধরা (৩৪)। তার সঙ্গে আরও তিনজন এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী নারী ও তার স্বামী দুজনই পেশায় চিকিৎসক।
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা একটি সাজানো সড়ক দুর্ঘটনার পরিকল্পনা করেন। ঘটনার সময় ভুক্তভোগী নারী আহত হলে সাহায্যের অজুহাতে তার কাছে এগিয়ে যান অভিযুক্তরা। ওই সময় ইনজেকশনের মাধ্যমে এইচআইভি সংক্রমিত রক্ত প্রবেশ করানো হয়।
পুলিশের দাবি, স্থানীয় একটি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি সংক্রমিত রক্ত সংগ্রহ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে এই পরিকল্পনা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।
মন্তব্য করুন