

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি ও জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং অবশেষে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনলেন। মুম্বাইয়ে আয়োজিত বহুল আলোচিত সংগীত উৎসব ললাপালুজা ইন্ডিয়ায় দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা যায়, যা তাদের প্রেম নিয়ে সব জল্পনার অবসান ঘটায়।
ভিড়ের মাঝেই নির্ভার ভঙ্গিতে একসঙ্গে হাঁটা এবং ক্যামেরা এড়িয়ে না যাওয়ার মাধ্যমে দিশা ও তালবিন্দর ভক্তদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন—তাদের সম্পর্ক নিয়ে আর কোনো লুকোচুরি নেই। সেই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেক ভক্তই এটিকে দম্পতির ‘অফিসিয়াল ডেবিউ’ হিসেবে উল্লেখ করছেন।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরেই দিশা ও তালবিন্দরের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। চলতি মাসের শুরুতে উদয়পুরে অভিনেত্রী নূপুর সানন ও সংগীতশিল্পী স্টেবিন বেনের বিয়েতে তাদের একসঙ্গে দেখা গেলেও তখন তারা মিডিয়ার নজর এড়িয়ে চলেন। সেসময় তালবিন্দরকে অভিনেত্রী মৌনি রায়ের সঙ্গে এবং দিশাকে মৌনির স্বামীর সঙ্গে হাঁটতে দেখা যায়। ধারণা করা হচ্ছিল, ইচ্ছাকৃতভাবেই তারা আলাদা থেকে নজর এড়াতে চাইছিলেন, যা সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে তোলে।
তবে ললাপালুজা ইন্ডিয়ায় দিশার উপস্থিতি সেই সব জল্পনার পূর্ণচ্ছেদ ঘটায়। অনুষ্ঠান শেষে দিশা ও তালবিন্দরকে একই গাড়িতে যেতে দেখা যায়। সেসময়ও তারা ক্যামেরা এড়ানোর কোনো চেষ্টা করেননি—যা স্পষ্ট করে দেয়, তাদের সম্পর্ক এখন আর গোপন নয়।
এদিকে তালবিন্দর সিং সিধু, যিনি ভারতীয় সংগীতজগতে তালবিন্দর নামে পরিচিত। তিনি একজন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক, গীতিকার ও মিউজিক প্রযোজক। তিনি ১৯৯৭ সালের নভেম্বরে পাঞ্জাবের তরন তারান জেলায় জন্মগ্রহণ করেন এবং যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো বে এরিয়ায় বড় হয়েছেন। তার সঙ্গীতে হিপ-হপ, আরঅ্যান্ডবি, ট্র্যাপ ও সিন্থ-পপের সঙ্গে পাঞ্জাবি সুরের আধুনিক মেলবন্ধন লক্ষ্য করা যায়। ব্যক্তিগত ও পেশাগত জীবন আলাদা রাখতে তিনি প্রায়ই মুখে ফেস পেইন্ট ব্যবহার করে পারফর্ম করেন—যা তার শিল্পীসত্তার একটি স্বতন্ত্র পরিচয় হয়ে উঠেছে।
মন্তব্য করুন