ছাদ-বারান্দার দেয়ালে এখান-সেখান থেকে উঠে গেছে কংক্রিটের আস্তরণ; বেরিয়ে এসেছে ভেতরের রডের ‘কঙ্কাল’। জীর্ণ, কোথাও ভাঙা সিঁড়ি দিয়ে উঠতে-নামতে ভয়ে গায়ে কাঁটা দিয়ে ওঠে; এই বুঝি ধসে পড়ল কোনো অংশ! মগবাজার টিঅ্যান্ডটি কলোনির এ ভবনে এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর বাস করছে অন্তত ২০টি পরিবার।
শুক্রবার তোলা ছবি, নাসির উদ্দিন