শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
শাওন সোলায়মান
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:১৭ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে টেলিযোগাযোগ বিনিময় নতুন গাইডলাইন

আতঙ্কে অপারেটররা
আসছে টেলিযোগাযোগ বিনিময় নতুন গাইডলাইন

টেলিযোগাযোগ অপারেটরদের মধ্যে টেলিযোগাযোগ অবকাঠামো বিনিময়ে নতুন গাইডলাইন আনতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ব্যবসা হারানোর আশঙ্কা করছেন ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটররা। তারা বলছে, খসড়া টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনে প্রস্তাবিত কিছু নির্দেশনা এনটিটিএন গাইডলাইনের সঙ্গে সাংঘর্ষিক। যেসব সুবিধা দিয়ে এনটিটিএন অপারেটরদের লাইসেন্স দেওয়া হয়েছিল, নতুন গাইডলাইনে তা ব্যাহত হবে। তাই গাইডলাইন চূড়ান্তের আগে সব পক্ষের মতামত বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে বিটিআরসি।

২০০৮ সালে এনটিটিএন অপারেটরদের লাইসেন্স এবং নিয়ন্ত্রণের জন্য গাইডলাইন প্রণয়ন করে বিটিআরসি। এতে দেশজুড়ে ট্রান্সমিশন নেটওয়ার্কের সুযোগ পায় এনটিটিএন অপারেটররা। তিনটি সরকারি এবং দুটি বেসরকারি সংস্থাসহ মোট পাঁচটি প্রতিষ্ঠান এই লাইসেন্স পায়। বেসরকারি দুই অপারেটর ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন্স ইতোমধ্যে মোটা অঙ্কের বিনিয়োগও করে। বিভিন্ন টেলিকম অপারেটরদের কাছে ট্রান্সমিশন সেবা বিক্রির মাধ্যমেই আয় হয় প্রতিষ্ঠানগুলোর। নতুন গাইডলাইনের কারণে সেই সেবায় ভাটা পড়ার আশঙ্কা করছে তারা।

ফাইবার অ্যাট হোমের গভর্নমেন্ট রেগুলেটরি বিষয়ক মুখ্য কর্মকর্তা আব্বাস ফারুক কালবেলাকে বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা পৌঁছে দিতে এনটিটিএন অপারেটরগুলোর অবদান রয়েছে। এখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আমরা ব্যবসা করছি। এখন যদি সবাই ইনফ্রাস্ট্রাকচার শেয়ার করতে পারে, তাহলে আমাদের সেবা কাদের কাছে বিক্রি করব? দেখা যাবে, আমাদের অ্যাক্টিভ ইনফ্রাস্ট্রাকচার একটি প্রতিষ্ঠান নিয়ে আরেকটি প্রতিষ্ঠানকে দিচ্ছে। এমনটা হলে এনটিটিএন খাতে নেতিবাচক প্রভাব ফেলবে।

অন্যদিকে, সামিট কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম বলেন, কী ধরনের অবকাঠামো বিনিময় করা যাবে, সেটা যদি নির্দেশিকায় সুনির্দিষ্ট না থাকে, তাহলে গাইডলাইনের ব্যাখ্যা যে যার খুশিমতো করবে। দেখা যাবে, টেলিকম অপারেটররা অবকাঠামো বিনিময় ব্যবসার আড়ালে ট্রান্সমিশন ব্যবসা শুরু করবে, যেটা এনটিটিএনের মূল ব্যবসা।

তবে এনটিটিএনদের আশঙ্কার কারণ দেখছে না নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। গাইডলাইন চূড়ান্তের আগে সব পক্ষের মতামত নেওয়া হবে। বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজ কালবেলাকে বলেন, সবার মতামত বিবেচনায় রেখেই সিদ্ধান্ত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউমুরিং টার্মিনালের চুক্তির সব কার্যক্রম স্থগিতের নির্দেশ

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শুক্রবার 

আ.লীগের ৫ শতাধিক সমর্থকের নামে চার মামলা, গ্রেপ্তার ২২

নির্বাচনের আগে ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন

স্ত্রী হারালেন তোফায়েল আহমেদ

রাতে ৫৬ নেতাকে সুখবর দিল বিএনপি

মাটি খুঁড়তেই বেরিয়ে আসে গ্রেনেড, বাড়িতে নিয়ে যান কৃষক

ইতালি যাওয়ার পথে গোপালগঞ্জের দুই যুবকের মৃত্যু

জিম্বাবুয়ের কাছে লঙ্কানদের লজ্জার পরাজয়

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

১০

গভীর রাতে সাংবাদিক-ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় টিআইবির উদ্বেগ

১১

২০২৬ বিশ্বকাপের প্লে-অফের ড্র চূড়ান্ত

১২

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

১৩

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

১৪

শীত কবে থেকে বাড়তে পারে, জানাল আবহাওয়া অফিস

১৫

কুয়াকাটায় বিসিসির উচ্চাভিলাসী প্রকল্প বাতিলের দাবি

১৬

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

১৭

বাকৃবির উদ্ভাবন, সামুদ্রিক শৈবালে মিলল রঞ্জক-অ্যাগার-সেলুলোজ

১৮

শততম টেস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ মুশফিকের

১৯

স্থগিত ভারত-বাংলাদেশ সিরিজের নতুন তারিখ সম্পর্কে যা জানা গেল

২০
X