শাহনেওয়াজ খান সুমন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুত জাতীয় ঈদগাহ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
প্রস্তুত জাতীয় ঈদগাহ

একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। ঢাকা সিটি করপোরেশনের (ডিএসসিসি) সার্বিক তত্ত্বাবধায়নে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ঈদগাহ ময়দানের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে। পুরো ঈদগাহকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধ বা বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, দুই সিটির মেয়র, দেশি বিদেশি কূটনৈতিক ব্যক্তিসহ ঊর্ধ্বতন ব্যক্তিরা অংশ নিয়ে থাকেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় ঈদগাহ মাঠে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো কারণে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এক ঘণ্টা পরপর বাকি ৪টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল পৌনে ১১টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে।

গতকাল সরেজমিন দেখা গেছে, ঈদগাহের বাইরে দেখা গেছে মূল গেটসহ আশপাশের এলাকা সাজানো হয়েছে রঙ-বেরঙের সাজসজ্জার কাঠামো দিয়ে। এবার ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। ইমামের পেছনে ভিআইপিদের জন্য নিরাপত্তা বেষ্টনী করে রাখা হয়েছে। মূল প্যান্ডেলের বাইরেও অন্তত ৫০ হাজার মানুষ নামাজ পড়বেন ধরে নিয়ে তাদের জন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরুষদের পাশাপাশি নারীদের নামাজ আদায়ের জন্যও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ঈদগাহ মাঠে প্যান্ডেল ও ত্রিপল লাগানোর কাজ শেষ হয়েছে আরও দুদিন আগে। সর্বশেষ প্রস্তুতি হিসেবে লাইট, ফ্যান ও মাঠের সীমানা ঘেঁষে সাদা কাপড় টানানোর কাজ চলছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় এবার ঈদগাহে রাখা হচ্ছে তিন স্তরের বিশেষ নিরাপত্তা বলয়। প্রধান গেটের পাশে র‌্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। পুরো ঈদগাহে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

বরাবরের মতো এবারও ঈদগাহ ময়দান প্রস্তুতের জন্য কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিয়ারু সর্দার অ্যান্ড সন্স ডেকোরেটর। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বলেন, ৯৫ শতাংশ কাজ শেষ। এখন শুধু নিচে কার্পেটিং আর সাদা চাদর বিছানোর কাজ বাকি আছে। চাঁদ দেখা মাত্রই বাকি কাজ সম্পন্ন করা হবে। আগামীকাল মঙ্গলবার ডিএসসিসির মেয়র ফজলে নূর তাপস ঈদগাহ সার্বিক প্রস্তুতি দেখতে পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন প্রকৌশলী সাইফুল ইসলাম জয়।

ঈদগাহ প্রস্তুত করার কাজে নিয়োজিত শ্রমিকদের ইনচার্জ মাহফুজ আলম জানান, জামাতের কাতারগুলোর কাজ শেষ হলে প্যান্ডেলের নিচে মুসল্লিদের জন্য লাগানো হবে ৬০০টি সিলিং ফ্যান, ১৫০টি স্ট্যান্ড ফ্যান, ৪০টি মেটাল লাইট এবং ৭০০টি টিউবলাইট। প্রতি কাতারে কার্পেটের ওপরে বসানো হবে মখমলের বিশেষ কাপড়। কাতারগুলোর বিভিন্ন পাশে থাকবে খাবার পানি, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম।

এদিকে ঈদগাহ ময়দানে প্রবেশের জন্য ভিআইপি গেট থাকছে একটি। পাশাপাশি জনসাধারণের জন্য একটি এবং নারীদের প্রবেশের জন্য পৃথক একটি গেট রাখা হয়েছে। ঈদ জামাতে জাতীয় ঈদগাহ ময়দানে ভিআইপি পুরুষ কাতার থাকবে ৫টি এবং নারী কাতার থাকবে একটি। আর জনসাধারণের জন্য পুরুষ কাতার থাকবে ৬৫টি, আর নারীদের কাতার ৫০টি। সেইসঙ্গে অজুখানায় একসঙ্গে প্রায় ১১৩ পুরুষ ও ২৭ জন নারী পৃথক স্থানে অজু করতে পারবেন। গরমের কথা বিবেচনায় জাতীয় ঈদগাহে ১০টি এয়ারকুলার ছাড়াও পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে খাবার পানি ছাড়াও থাকছে প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, ভ্রাম্যমাণ টয়লেটসহ বৃষ্টির পানি নিরসনের ব্যবস্থা।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, নামাজ শেষে মুসল্লিদের বের হওয়ার সময় যেন হুড়োহুড়ি না হয় সেজন্য পর্যাপ্ত বের হওয়ার পথও রাখা হয়েছে। এ ছাড়া সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ, র্যাব এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। ঈদগাহে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পর আর্চওয়ে দিয়ে প্যান্ডেলে প্রবেশ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে নতুন ৫ সদস্য

ছয় মাসে ১৫ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

জোভান-নিহার ‘সহযাত্রী’

ভারতীয় ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১

টাইফয়েড টিকা পেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন

নারায়ণগঞ্জে পুলিশি নির্যাতনের শিকার বিএনপি কর্মী ইব্রাহিম সুস্থতার পথে

শিক্ষার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ পারভেজ মল্লিক

চাকসু নির্বাচনের তপশিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

জাতীয় নির্বাচনকে ঘিরে ইসির ২৪ পরিকল্পনা

লালে রঙিন হাজারো নারী, স্বামীর জন্য করলেন প্রার্থনা

১০

সংবিধান পরিবর্তন করতে পারে শুধু নির্বাচিত প্রতিনিধিরাই : হাফিজ উদ্দিন

১১

গুম যেন না হয় তা নিয়ে সরকার কাজ করছে : প্রেস সচিব

১২

যাদের জন্য ডিম খাওয়া বিপজ্জনক

১৩

আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে পশুবাহিত এক অজানা রোগ

১৪

ভারতীয় নাগরিক মোস্তফার এনআইডি বাতিল কেন নয়, হাইকোর্টের রুল

১৫

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় বৈঠকে বসেছে কমিটি

১৬

মাইকেল ক্লার্ক থেকে যুবরাজ সিং: ক্যানসারের বিরুদ্ধে লড়েছেন যে ৮ ক্রিকেটার

১৭

ফিট থাকতে সাপ্লিমেন্ট খাচ্ছেন? সঠিক নিয়ম না মানলে বড় বিপদ

১৮

গাজাঘেঁষা ইসরায়েলি শহরে ড্রোন হামলা

১৯

হারিয়ে যাচ্ছে জাতীয় ফুল শাপলা

২০
X