স্মার্ট জেলা গড়ে তুলতে জেলা প্রশাসন প্রস্তাবিত ৫২টি উদ্ভাবনী পরিকল্পনা নিয়ে শেষ হলো তিন দিনের স্মার্ট ডিস্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৩-এর বুটক্যাম্প। এই পরিকল্পনাগুলো পরবর্তী সময়ে কারিগরি মূল্যায়নের জন্য উপস্থাপন করা হবে বলে জানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প। আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এ বুটক্যাম্পের আয়োজন করা হয়। গতকাল বুধবার ছিল ক্যাম্পের সমাপনী পর্ব। এর আগে বুটক্যাম্পের উদ্বোধন করেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন। এ সময় উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
মন্তব্য করুন