বিদ্যুৎ বিল ও ডিমান্ড চার্জ বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের আওতাধীন ভাড়া ও ইজারায় পরিচালিত স্থাপনাগুলোকে এই বাড়তি বিল পরিশোধ করতে হবে। গত বৃহস্পতিবার ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নতুন চার্জ চলতি বছরের মার্চ থেকে কার্যকর হয়েছে। এখন থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে ১৭ টাকা ৬৬ পয়সা, যা আগে ছিল ১৫ টাকা ৩৬ পয়সা। এ ছাড়া মিটারের ডিমান্ড চার্জ মাসিক ৩০ টাকা থেকে বাড়িয়ে ৭৫ টাকা করা হয়েছে। অফিস আদেশে আরও বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিদ্যুতের নতুন ট্যারিফ নির্ধারণ করেছে। সে অনুযায়ী নতুন বিল ও ডিমান্ড চার্জ নির্ধারণ করেছে দক্ষিণ সিটি করপোরেশন।
মন্তব্য করুন