মাহমুদুল হাসান
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৩:৪৩ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

আকার বাড়লেও সর্বজনীন স্বাস্থ্যসেবায় বরাদ্দ কম

বাজেট ২০২৪-২৫
আকার বাড়লেও সর্বজনীন স্বাস্থ্যসেবায় বরাদ্দ কম

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এবার স্বাস্থ্যে বরাদ্দ কিছুটা বেড়েছে। তবে সর্বজনীন স্বাস্থ্যসেবার লক্ষ্য অর্জনের জন্য এই বরাদ্দ প্রস্তাব পর্যাপ্ত নয়। বরং মূল্যস্ফীতির তুলনায় কমেছে বলে অভিমত জনস্বাস্থ্য ও স্বাস্থ্য অর্থনৈতিক বিশ্লেষকদের। এবার বাজেটে ৫ দশমিক ২ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছর ৫ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছিল। ২০২২-২৩ অর্থবছরের ৫ দশমিক ৪ শতাংশ প্রস্তাব করা হয়েছিল। বিশ্লেষকদের মতে, বাজেটের আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যে অর্থের পরিমাণও কিছুটা বাড়ছে। তবে অপর্যাপ্ত বরাদ্দের অর্থ দিয়ে স্বাস্থ্য খাতের পরিবর্তন সম্ভব নয়। প্রস্তাবিত বাজেটে জনস্বাস্থ্য ও সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা উপেক্ষিত রয়েছে।

‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয় জাতীয় সংসদে। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে ৪১ হাজার ৪০৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছর এ খাতে বরাদ্দ ছিল ৩৮ হাজার ৫১ কোটি টাকা। এক বছরের ব্যবধানে তা বেড়েছে ৩ হাজার ৩৫৬ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পরিচালন খাতে ব্যয় হবে ২১ হাজার ২১৮ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় হবে ২০ হাজার ১৯০ কোটি টাকা।

বাজেট প্রতিক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, আসন্ন অর্থবছরে স্বাস্থ্য খাতে প্রস্তাবিত বরাদ্দ পর্যাপ্ত নয়। এই বরাদ্দের বড় অংশ কর্মরত জনবলের বেতন-ভাতায় ব্যয় হবে। বাকি অর্থের যথাযথ যেন ব্যবহার হয়। দুটি জিনিস মাথায় রাখতে হবে। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসবে তাদের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা যেন সরকারি হাসপাতালেই করার সুযোগ রাখা হয়। বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করতে যেন যেতে না হয়। একই সঙ্গে তাদের চিকিৎসায় যেসব ওষুধপত্র লেখা হবে সেই ওষুধও যেন সরকারি হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়। এই দুটি বিষয় যদি নিশ্চিত করা যায় তাহলে সর্বজনীন স্বাস্থ্যসেবা কিছুটা হলেও এগিয়ে যাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, গত অর্থবছরের তুলনায় এবার স্বাস্থ্য খাতের বরাদ্দ কিছুটা ভালো। স্বাস্থ্যের প্রবৃদ্ধি বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। স্বাস্থ্য খাতে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ডায়ালাইসিস কিট আমদানিতে ১০ শতাংশ শুল্ক থেকে ১ শতাংশ করা হয়েছে। ডেঙ্গু শনাক্তকরণ কিট আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা ফের ফিরিয়ে আনা হয়েছে। তবে বিশেষায়িত বেসরকারি হাসপাতালের যন্ত্রপাতি আমদানিতে শুল্ক ১ শতাংশ থেকে ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই শুল্কারোপের কারণে সেবার দাম ধীরে ধীরে বাড়বে। সংখ্যার হিসাবে বরাদ্দ যতটুকু বাড়বে তার বড় অংশ ব্যয় হবে স্বাস্থ্য খাতে কর্মরতদের বেতন-ভাতায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেত্রী

সব পক্ষের সদিচ্ছা থাকলে ইরানের পারমাণবিক চুক্তি সম্ভব : রাশিয়া

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

ওসিকে বৈষম্যবিরোধী নেতার হুমকি / কোন সাহসে এই কথা বললেন জানতে চাই

শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

খালেদা জিয়ার জানাজায় অসুস্থ হয়ে পড়া যুবকের মৃত্যু

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিজিবি-এলাকাবাসীর সংঘর্ষ

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১০

ইয়েমেনে সৌদির বিমান হামলায় নিহত ২০ ছাড়াল, আহত বহু

১১

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশা-যুবরাজ ও কাতার আমিরের শোক

১২

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

১৩

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

১৪

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

১৫

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

১৬

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

১৭

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

১৮

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

১৯

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

২০
X