কারাবন্দি আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ২০ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে হেফাজতে ইসলাম। গতকাল শনিবার গুলিস্তানের কাজী বশির উদ্দিন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে এ তথ্য জানান হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। আয়োজক সংগঠন শায়খুল হাদিস পরিষদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে স্বাগত বক্তব্য দেন শায়খুল হাদিস পরিষদের সাধারণ সম্পাদক হাসান জুনাইদ। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুমিন ও এহসানুল হকের পরিচালনায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সম্মেলনে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ের খালেদ সাইফুল্লাহ সাদী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বেফাকের আবদুল হক, জাতীয় দ্বিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মুহাম্মাদ আলী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী নিজামপুরী, খেলাফত মজলিসের জালালুদ্দিন আহমাদ ও আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলনের মজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলনের মাহবুবুর রহমান, মুসলিম লীগের কাজী আবুল খায়ের প্রমুখ।
মন্তব্য করুন