জুন থমাস। বয়স ৮০ বছর। এর মধ্যে অর্ধশতাধিক বছর ধরে তিনি যে বাড়িতে বাস করছেন, সেটি দীর্ঘদিন ধরে নির্বাচনে ভোটকেন্দ্র হচ্ছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনেও এর হলওয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন ভোটাররা। তবে তিনি সেখানে ভোট দেননি। তিনি সবসময় ডাকঘরে পোস্টাল ভোট দেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।
যুক্তরাজ্যের সবচেয়ে অদ্ভূত ভোটকেন্দ্রগুলোর একটি হচ্ছে নর্থহ্যাম্পটনশায়ারের উইনউইক গ্রামের এ কেন্দ্রটি। এটিকে কেন্দ্র হিসেবে অর্ধশতাধিক বছর ধরে ব্যবহার করা হচ্ছে। এটি দাভেন্ট্রি নির্বাচনী এলাকায় অবস্থিত।
চার্চ রোডের ওই পুরোনো স্কুল ভবনে ৫৪ বছর ধরে বসবাস করছেন থমাস। ভোটের দিন এর সিঁড়ির হলওয়েতে ভোটাররা ভোট দিলেও তিনি এর বারান্দায় যান না। তিনি এর কিছুটা দূরে গ্রামের ডাকঘরে যান এবং সেখানে মেইল ভোট দেন।
থমাস বলেন, আমি স্থানীয় কাউন্সিলের ভোটকেন্দ্রের ক্লার্ক হিসেবে কাজ করতাম। তখন আমাকে পোস্টাল ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। কারণ, নির্বাচনের দিন ভোট দিতে বেগ পেতে হতো। তিনি ব্যাখ্যা করে বলেন, ‘আমি জানি এটি হাস্যকর শোনাচ্ছে। যদিও আমি শুধু আমার ভোটটা পোস্টের মাধ্যমে দিয়েছি। আমি বলতে পারব না যে আমি কখনো আমার বাড়িতে ভোট দিয়েছি, যদিও এটিই ভোটকেন্দ্র।’ সূত্র: বিবিসি