

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে টানা দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করেন তারা।
সরেজমিন দেখা গেছে, হঠাৎ সড়ক অবরোধের কারণে দুপাশে থেমে যায় যানবাহন চলাচল। ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ। দীর্ঘ যানজটে আটকে পড়ে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার গাড়িও।
আন্দোলনকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, এবার ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য আগের যে কোনো সময়ের তুলনায় কম সময় দেওয়া হয়েছে। প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় বসতে যাওয়া পরীক্ষার্থীদের জন্য মাত্র দুই মাসের প্রস্তুতি বৈষম্যমূলক।
শিক্ষার্থীরা আরও জানান, পরীক্ষা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ২৭ নভেম্বর নির্ধারিত পরীক্ষার আগ পর্যন্ত তারা ধাপে ধাপে কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছেন।
এক শিক্ষার্থী বলেন, ১ হাজার ১০০ নম্বরের বিশাল সিলেবাস দুই মাসে শেষ করা সম্ভব নয়। সময় বাড়ানো না হলে এ পরীক্ষা অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।
মন্তব্য করুন