মানুষ নানা কারণে চুরি করে। কেউ বাধ্য হয়ে কেউ বা সম্পদ বাড়াতে। তবে ভারতের তামিলনাড়ুতে এক চোর চুরি করেছে একেবারে নিরুপায় হয়ে! তার বাড়ির এক সদস্য অসুস্থ। তাই অর্থাভাবে বাধ্য হয়ে বাড়িতে অর্থ ও অলংকার চুরি করে। যাওয়ার আগে সেখানে ক্ষমা চেয়ে লেখা একটি চিরকুটে চুরিকৃত মাল এক মাস পর ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ওই ঘটনায় পুলিশের তদন্তের পর এমন নোট প্রকাশ পাওয়ায় বিষয়টি হাস্যরসের জন্ম দিয়েছে।
ওই বাড়িটি হচ্ছে মেঘনানাপুরমের সাথানকুলাম রোডের অবসরপ্রাপ্ত শিক্ষক সিথিরাই সেলভিন ও তার স্ত্রীর। তারা ১৭ জুন চেন্নাইয়ে ছেলের কাছে যান। এর আগে বাড়িটি পরিষ্কার রাখার জন্য একজনকে নিয়োগ দেন তারা। ২৬ জুন যখন ওই গৃহকর্মী সেখানে যান, তখন তিনি দেখেন বাড়িটি চুরি হয়েছে। পরে পুলিশ তদন্ত করে দেখে ৬০ হাজার রুপি, দুটি স্বর্ণ ও একটি রুপার অলংকার চুরি হয়েছে। তারা সেখানে একটি চিরকুট পায়। এতে লেখা—‘পরিবারের এক সদস্য অসুস্থ। তাই জরুরি প্রয়োজনে চুরির জন্য ক্ষমা চাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি এক মাসের মধ্যে চুরিকৃত মাল ফেরত দেব।’ যাইহোক এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করছে। সূত্র: নিউজএইটিন