শাওন সোলায়মান
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

দেশে সাইবার অপরাধের শীর্ষে অনলাইন আইডি বেদখল

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দেশে যেসব সাইবার অপরাধ সংঘটিত হয় তার মধ্যে শীর্ষে রয়েছে অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি বা অ্যাকাউন্ট বেদখল হওয়া। সর্বাধিক ২১ দশমিক ৬৫ শতাংশ সাইবার অপরাধ হয় এর মাধ্যমে। শীর্ষ তিনের মধ্যে বাকি দুটি হলোÑ ভুয়া অ্যাকাউন্ট থেকে অপপ্রচার এবং ই-কমার্স ও আর্থিক প্রতারণা। সম্প্রতি সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা-২০২৪’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

সাইবার অপরাধ তালিকায় আরও রয়েছে কপিরাইট লঙ্ঘন, পর্নোগ্রাফি, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট তথা এমএফএস হ্যাকিং, এটিএম কার্ড হ্যাকিং, মোবাইল ফোনে হুমকি, অনলাইনে হুমকি, অনলাইনে বিকৃত ছবি প্রকাশ এবং অন্যান্য ধরনের অপরাধ। ২০১৮ সাল থেকে এ ধরনের প্রতিবেদন প্রকাশ করে আসছে ফাউন্ডেশনটি। ২০২৩ সালের ১৫ এপ্রিল থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত এক বছর সময়ে ১৩২ জনের ওপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়।

জরিপে দেখা যায়, শীর্ষ তিন ধরনের অপরাধ হলোÑ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আইডি বেদখল ২১ দশমিক ৬৬ শতাংশ, ভুয়া অ্যাকাউন্ট থেকে থেকে অপপ্রচার ১৫ দশমিক ৪৬ শতাংশ এবং ই-কমার্স তথা আর্থিক প্রতারণা ১৪ দশমিক ৯৪ শতাংশ। পাশাপাশি ৩ দশমিক ০৯ শতাংশ কপিরাইট লঙ্ঘন, ১১ দশমিক ৩৫ শতাংশ পর্নোগ্রাফি, ১ দশমিক ০৫ শতাংশ এমএফএস হ্যাকিং, শূন্য দশমিক ৫১ শতাংশ এটিএম কার্ড হ্যাকিং, ৩ দশমিক ১০ শতাংশ মোবাইল ফোনে হুমকি, ১১ দশমিক ৮৫ শতাংশ অনলাইনে হুমকি, ৫ দশমিক ১৫ শতাংশ অনলাইনে বিকৃত ছবি প্রকাশ এবং ১১ দশমিক ৮৫ শতাংশ অন্যান্য ধরনের অপরাধ সংঘটিত হয়।

গত বছরের তুলনায় অনলাইনে বিকৃত ছবি প্রকাশের হার এ বছর কমেছে। তবে বেড়েছে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি বেদখলের ঘটনা। যদিও তা ২০২১ এবং ২০২২ সালের তুলনায় কম। তবে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এটিএম কার্ড হ্যাকিংয়ের ঘটনা। ২০২২ এবং ২০২৩ সালে এ ধরনের অপরাধের হার শূন্যের কোটায় ছিল।

সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের বয়স বিশ্লেষণে দেখা যায়Ñ তরুণরাই সর্বাধিক ঝুঁকিতে রয়েছে। ভুক্তভোগীদের ৭৮ দশমিক ৭৮ শতাংশ ১৮ থেকে ৩০ বছর বয়সী। ১৩ দশমিক ৬৫ শতাংশের বয়স ১৮ বছরের নিচে।

অপরাধের ধরন ও ভুক্তভোগীদের লিঙ্গ পরিচয় বিশ্লেষণে দেখা যায়, পুরুষদের তুলনায় নারীরা সাইবার অপরাধের শিকার বেশি হচ্ছেন। ভুক্তভোগীদের প্রায় ৬০ শতাংশই নারী। অন্যদিকে পুরুষরা হ্যাকিং এবং কেনাকাটা বা ই-কমার্স প্রতারণার শিকার বেশি হচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধের মাত্রা বাড়লেও ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেওয়ার প্রবণতা ক্রমেই কমছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মাত্র ১২ দশমিক ১০ শতাংশ আইনের আশ্রয় নিয়েছে। ২০২৩ সালে এই হার ছিল ২০ দশমিক ৮৩ শতাংশ। আইনের দারস্থ না হওয়ার অন্যতম কারণ হলো এ সম্পর্কে ভুক্তভোগীদের অজ্ঞতা। দ্বিতীয় এবং তৃতীয় সর্বোচ্চ কারণ হলো ব্যবস্থা নিয়েও বিচার না পাওয়ার আশঙ্কা এবং সামাজিক ভাবমর্যাদা রক্ষায় ঘটনা গোপন রাখা।

এ ধরনের সাইবার অপরাধ থেকে নিরাপদ থাকতে কিছু পরামর্শও দেওয়া হয়েছে প্রতিবেদনে। এতে বলা হয়েছেÑ দেখামাত্রই কোনো লিংকে ক্লিক না করা, ডিজিটাল লেনদেনে সতর্ক থাকা, কোথাও তথ্য দেওয়ার আগে সুরক্ষাব্যবস্থা ও নীতিমালা যাচাই করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া নজরদারি নিশ্চিত করা এবং সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরিতে সরকারি-বেসরকারি অংশীজনের সমন্বয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

২২ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮ শতাংশ মার্কিনি : রয়টার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানালেন ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

১০

তারেক রহমান শিগগির দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

১১

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১২

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১৩

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১৪

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৫

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৬

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৭

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৮

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৯

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

২০
X