রাজকুমার নন্দী
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৪:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

ক্লিন ইমেজের নেতৃত্ব আসছে যুবদলে

যে কোনো সময় কমিটি
ক্লিন ইমেজের নেতৃত্ব আসছে যুবদলে

ঢাকাসহ চার মহানগর বিএনপির কমিটি হওয়ায় এখন যে কোনো দিন ঘোষণা করা হতে পারে জাতীয়তাবাদী যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি। কাদের দিয়ে যুবদলের নতুন আংশিক কমিটি গঠন করা হবে, দলের হাইকমান্ড তা এরই মধ্যে প্রায় চূড়ান্ত করেছেন। এখন শেষ মুহূর্তের ঘষামাজা চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা, যারা নেতাকর্মীদের কাছে ক্লিন ইমেজ-সম্পন্ন ও সব মহলে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, সর্বোপরি দল ও শীর্ষ নেতৃত্বের প্রতি কমিটমেন্টের কোনো ঘাটতি নেই—নতুন কমিটিতে তারুণ্যনির্ভর এমন নেতাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। এদিকে নতুন কমিটি গঠনের তৎপরতায় শীর্ষ পদে আসতে শেষ মুহূর্তের লবিং-তদবিরে ব্যস্ত পদপ্রত্যাশীরা। একই সঙ্গে পছন্দের প্রার্থীকে যুবদলে আনতে বিএনপি ও যুবদলের সাবেক নেতারাও চালাচ্ছেন নানামুখী তৎপরতা।

ছাত্রদলের পাশাপাশি আন্দোলন-সংগ্রামে বিএনপির অন্যতম ভরসার জায়গা যুবদল। তাই আগামীর আন্দোলন সামনে রেখে যুবদলকে নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছেন বিএনপির হাইকমান্ড। এমন বিবেচনা থেকে এবার দলের প্রধান এই অঙ্গ সংগঠনের কমিটি ঘোষণা করবে বিএনপি।

জানা গেছে, যুবদলের নতুন কমিটিতে পাঁচ-ছয় নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

তারা হচ্ছেন আব্দুল মোনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, মামুন হাসান, আকরামুল হাসান ও ফজলুর রহমান খোকন। তাদের মধ্য থেকেই নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা বেশি।

যুবদলের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ‘ক্লিন ইমেজ-সম্পন্ন’ বলে অনেকে মনে করেন। সংগঠনের জন্য ত্যাগ, সততা ও হাইকমান্ডের প্রতি কমিটমেন্টেরও কোনো ঘাটতি নেই তার। এরই মধ্যে সারা দেশে সংগঠনের নেতাকর্মীদের কাছে তার একটি রাজনৈতিক অবস্থানও তৈরি হয়েছে। এ ছাড়া দীর্ঘদিন কারাভোগ করাও মুন্নার জন্য নতুন কমিটিতে সভাপতি হওয়ার ক্ষেত্রে ‘প্লাস পয়েন্ট’ হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীরাও তাকে সভাপতি হিসেবে চান।

বিদায়ী কমিটির সহসভাপতি নুরুল ইসলাম নয়ন নতুন কমিটির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক পদের যে কোনোটিতে আসতে পারেন। ছাত্রদল ও যুবদলে দীর্ঘ ক্যারিয়ার রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীর। গত ২৮ অক্টোবরের পর যুবদলের পক্ষে রাজপথে আন্দোলন সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রাখেন নয়ন। রাজনীতিতে তার সততা, ত্যাগ ও কমিটমেন্ট নিয়েও কোনো সন্দেহ নেই। অবশ্য অনেকটা নিভৃতচারী নয়ন নিজের সম্পর্কে তুলে ধরেন কম। তার ব্যাপারে দলের বিভিন্ন পর্যায়ে পজিটিভ দৃষ্টিভঙ্গি রয়েছে।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানের যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থীকে ‘সাংগঠনিক’ বলে অনেকে মনে করেন। সরকারবিরোধী বিগত আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। খেটেছেন জেলও।

নতুন কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের নামও জোরেশোরে আলোচনায় রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খোকনের বাড়ি বগুড়ায়। হয়েছেন কারানির্যাতিতও। দীর্ঘদিন পর কাউন্সিলে ছাত্রদলের সভাপতি নির্বাচিত হওয়া তার জন্য ইতিবাচক হতে পারে বলে অনেকে মনে করছেন।

তাদের বাইরে যুবদলের বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার এবং সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীরের নাম আলোচিত হলেও তাদের সম্ভাবনা কম বলে কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িতরা জানিয়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বছরের বেশি সময় ধরে রাজপথে আন্দোলন করে বিএনপি। কিন্তু দলটির ওই আন্দোলন ও বর্জনের মধ্যেই গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠন করে আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে আন্দোলন ব্যর্থতার সংক্ষিপ্ত মূল্যায়নে ঘুরে দাঁড়াতে সংগঠন ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিএনপি। এর অংশ হিসেবে গত ১৩ জুন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণসহ দলের চার মহানগরের কমিটি বিলুপ্ত করে বিএনপি। একই সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়। কমিটি বিলুপ্তির ২৪ দিন পর গতকাল দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। এমন প্রেক্ষাপটে যে কোনো সময় যুবদলের নতুন কমিটি দেওয়া হতে পারে বলে জানা গেছে।

যুবদলের নতুন কমিটি গঠন প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কালবেলাকে বলেন, কমিটি গঠন, পুনর্গঠন একটি চলমান প্রক্রিয়া। এর অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের নতুন কমিটিও খুব তাড়াতাড়ি হবে। দলের হাইকমান্ড যখনই উপযুক্ত মনে করবেন, তখনই কমিটি দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিভুজ প্রেমের জেরে ছুরিকাঘাতে নারী নিহত

চাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

ডাকসু নির্বাচন নিয়ে ডিএমপি কমিশনারের কড়া বার্তা

ডা. ফাতেমা দোজাকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

৩ জেলায় নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ, বেতন ছাড়া মিলবে আরও সুবিধা

পুকুর থেকে পরপর দুই শিশুর মরদেহ উদ্ধার

ভিপি নুরকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

আগস্টে প্রবাসী আয় এলো সাড়ে ২৯ হাজার কোটি টাকা

বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ সবার হবে : ডা. জাহিদ

২ বলে ২ উইকেট নাসুমের, চাপে নেদারল্যান্ডস

১০

আন্তর্জাতিক পর্যটন মেলা-বিটিটিএফ শুরু আগামী মাসে

১১

ফ্রিজে থাকা লাশের কবরের হিসাব কীভাবে নেওয়া হবে?

১২

জিয়া নামের কারণে বিটিভির কালো তালিকায় নির্মাতা জিয়াউদ্দিন

১৩

ইউসিএসআই ইউনিভার্সিটিরকম্পিউটার ফ্যাকাল্টির নতুন ডিন ড. সৈয়দ আখতার

১৪

মুন্সীগঞ্জে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৫

পিআর নিয়ে যে অবস্থান নিল জামায়াত

১৬

ঠাকুরগাঁও ব্যাংকার্স ক্লাবের সভাপতি প্রশান্ত সামির, সম্পাদক জিল্লুর রহমান

১৭

বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যুক্তরাষ্ট্রের কোম্পানি

১৮

ঢাকা মহানগর দায়রা জজ হলেন সাব্বির ফয়েজ 

১৯

আপনারা কি তামাশা করেন, প্রশ্ন আবিদের

২০
X