

যে বয়সে অনেকেই শারীরিক সক্ষমতা হারিয়ে বাড়িতে ঘরবন্দি থাকেন; অথচ সে বয়সেই জাপানের তিন বৃদ্ধ একের পর এক ডাকাতি করে চলেছেন, যা রীতিমতো হলিউডের থ্রিলার ছবিকে হার মানায়। ঘটনাটি প্রকাশিত হওয়ায় সাধারণ মানুষ তো দূরে থাক, পুলিশের শীর্ষ তদন্ত কর্মকর্তারাও হতবাক হয়েছেন।
অভিযুক্তদের নাম হিদেও উমিনো (৮৮), হিদেমি মাতসুদা (৭০) ও কেনিচি ওয়াতানাবে (৬৯)। এ তিন প্রবীণের মোট বয়স ২২৭! আর তাদের দলের নাম ‘গ্রান্ডপা গ্যাং’।
জাপানি পুলিশের দাবি, এ তিনজনই দাগী অপরাধী হিসেবে পরিচিত। অতীতে জেলে একসঙ্গে থাকাকালে তারা গ্রান্ডপা গ্যাং তৈরি করেন। এরপরই জেল থেকে বের হয়ে ডাকাতি শুরু করেন তারা।
গত মে মাসে জাপানের প্রশাসনিক অঞ্চল হোক্কাইডোর রাজধানী সাপোরোতে একটি খালি বাড়িতে ঢুকে রক্ষীদের বেঁধে নগদ অর্থের পাশাপাশি কয়েক হাজার টাকার মদ লুট করেন তারা। পরের মাসে একই এলাকার আরেকটি বাড়িতে ডাকাতি করেন তারা। সেই অভিযোগের সূত্র ধরে এই গ্রান্ডপা গ্যাংয়ের সন্ধান পায় পুলিশ। সূত্র: এনডিটিভি