কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সহিংসতার ঘটনায় নিহতদের স্মরণে শোক পালিত হবে আজ মঙ্গলবার। এদিন কালো ব্যাজ ধারণ করা হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। ২৮ দিন পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার কার্যালয়ে সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়, চলে দুপুর ২টা পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সহিংসতার ঘটনায় মন্ত্রিসভার বৈঠকে একটি তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল (আজ মঙ্গলবার) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়। মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের নিয়ম অনুযায়ী প্রার্থনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিবেদনে নিহতের সংখ্যা কত—এমন প্রশ্নে মাহবুব বলেন, তিনি আগে জানিয়েছিলেন ১৪৭ জন নিহত হয়েছে। বৈঠকে আরও তিনজন নিহতের খবর দিয়েছেন। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।
প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত ৫ জুলাইয়ের পর থেকেই আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা। এ আন্দোলন কেন্দ্র করে ভাঙচুরসহ দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটে।