কনটেন্ট ক্রিয়েটর-ভ্লগাররা ভিউয়ের জন্য বিচিত্র সব কাণ্ড ঘটিয়ে থাকেন। তবে কোনো কোনো ঘটনা দর্শকের কাছে নিন্দিত হয়; দুর্ভোগের কারণ হয় সেই কনটেন্ট ক্রিয়েটর বা ভ্লগারের। তেমনি একটি ঘটনা ঘটেছে আলজেরিয়ায়। রাস্তায় যাকে তাকে আলিঙ্গন করায় কারাগারে যেতে হয়েছে দেশটির একজন ভ্লগারকে।
পথচারীদের সঙ্গে অশালীন আচরণের দায়ে তাকে অভিযুক্ত করে দুই মাসের সাজা দেওয়া হয়েছে। ৩০ বছর বয়সী ওই ভ্লগারের নাম মোহাম্মদ রামজি। টিকটকে দেওয়া ওই ভিডিওতে দেখা যায়, রামজি রাস্তায় যাকে তাকে আলিঙ্গন করছেন। পরে তাকে আদালতে দোষীসাব্যস্ত করা হয়। তাকে দুই মাসের কারাদণ্ড ভোগের পাশাপাশি ৫ মিলিয়ন দিনার জরিমানাও গুনতে হবে। সূত্র: অডিটি সেন্ট্রাল