ছোটবেলায় শিশুরা নানা ধরনের স্বপ্ন দেখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই তা ভুলে যায়; কিন্তু জাপানি প্রকৌশলী তোরু উয়েদা ভুলে যাওয়াদের দলে নন। তিনি স্বপ্ন দেখতেন—নিজেকে নেকড়ে হিসেবে রূপান্তর করার। সুযোগ পেয়েই বাস্তবে রূপ দিলেন তার অদ্ভুত এ স্বপ্নের।
মানুষ নেকড়ে হয়েছে শুনে ভড়কে গেছেন? আসলে জাপানি এ প্রকৌশলী নেকড়ে হয়েছেন ওই প্রাণীর আদলে পরিচ্ছদ পরে। যার জন্য তাকে খরচ করতে হয়েছে তিন মিলিয়ন ইয়েন অর্থাৎ, প্রায় ২৩ লাখ টাকা। চলতি বছরই তিনি পেয়েছেন এ পোশাক, যা পেয়ে আনন্দে আত্মহারা এ প্রকৌশলী, তুলছেন ছবি। তার জন্য পোশাকটি তৈরি করেছে জেপেট ওয়ার্কশপ। এটি তৈরিতে চার কর্মীর সাত সপ্তাহ সময় লেগেছে।
৩২ বছর বয়সী জাপানি এ স্বপ্নবাজ ঘরে পোশাকটিকে বিশ্রাম নেওয়া ও নিজের সংকট ভুলে থাকার অবলম্বন হিসেবে ব্যবহার করেন। যখন তিনি এ পোশাক পরেন, তখন নিজেকে নাকি তার আর মানুষ মনে হয় না। এর মাধ্যমে তিনি ভুলে থাকেন নানা সংকট। সূত্র: এনডিটিভি
মন্তব্য করুন