চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

খাদে পড়ে গেল বরযাত্রীসহ বাস

সড়কের পাশে খাদে পড়ে আছে বাস। ছবি : কালবেলা
সড়কের পাশে খাদে পড়ে আছে বাস। ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় বিয়ের বরযাত্রীসহ একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন- ধীরেন কুমারের ছেলে প্রদীপ কুমার (৬৫), নিরঞ্জন কুমারের ছেলে প্রান্ত কুমার (২৯), সন্তোষ কুমারের ছেলে গনেশ কুমার (৫০), সুফল কুমার (৫৫), রিনা দাস (৬০), অরিত্র দাস (১৫), ঋষিকেশ (১৯), প্রভাতী দাস (৩২), মধু দাস (৫৫), সন্তোষ শ্রীবাস গাইন (৪৫), ফারুক হোসেন (৩২), টোটন (৪৮), অসীম দাস (২৬), প্রিয়াংকা দাসসহ (৪০) আরও কয়েকজন।

স্থানীয় সূত্র ও আহতরা জানান, যশোর মনিহার-খুলনা রুটের যাত্রীবাহী ‘গড়াই’ পরিবহনের একটি বাস মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে বিয়ে শেষে বরযাত্রী নিয়ে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। পথে টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে সামনে থাকা স্পিডব্রেকারটি চালক খেয়াল না করায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে প্রায় ৬৫ যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই কমবেশি আহত হন। আহতদের কারও হাত-পা ভেঙে যায়, কারও শরীরের বিভিন্ন অংশ কেটে ও ছিঁড়ে গুরুতর জখম হয়।

খবর পেয়ে স্থানীয়রা চৌগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চৌগাছা ফায়ার সার্ভিসের লিডার আনোয়ার হোসেন বলেন, বরযাত্রীবাহী বাসটি টেঙ্গুরপুর মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আখেরী জামান জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আহতদের উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের প্রজাতন্ত্র দিবসে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজন

সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে যা বললেন আসিফ

কেন্দ্রীয় চুক্তিতেও থাকছেন সাকিব, যা জানাল বিসিবি

বুধবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান

ড. ফরিদুজ্জামান ফরহাদ / অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য ধানের শীষকে বিজয়ী করুন

১০ দলীয় নির্বাচনী ঐক্যে যুক্ত হলো লেবার পার্টি

আবারও পেছাল তারেক রহমানের বরিশাল সফরের তারিখ

মানুষের ভাগ্য গড়তে ১০ দলীয় ঐক্য নির্বাচন করছে : মামুনুল হক

সাতক্ষীরায় সাংবাদিক লাঞ্ছিত ও ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও আলটিমেটাম

এই দেশের ভূমিপুত্ররাই দেশ শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ

১০

‘নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী’

১১

আফগানিস্তানে তুষারপাত ও ভারী বৃষ্টিতে নিহত ৬১

১২

ইউনিভার্সেল মেডিকেলে নবজাতক ও পেডিয়াট্রিক ক্রিটিক্যাল কেয়ারের বৈজ্ঞানিক কর্মশালা অনুষ্ঠিত

১৩

সাকিব আল হাসানকে দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিসিবি

১৪

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামায়াত নেতাদের অংশগ্রহণ

১৫

দিনাজপুরে এক বীর মুক্তিযোদ্ধার জামায়াতে যোগদান

১৬

হাজারো মানুষের ভিড়ে তারেক রহমানকে দেখতে এসে বৃদ্ধা নারীর মোনাজাত

১৭

মহাসড়কে অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় সড়ক অবরোধ

১৮

আইফোনের জন্য বন্ধুকে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

১৯

আমার হাঁস আমার চাষ করা ধানই খাবে : রুমিন ফারহানা

২০
X