সঞ্জয় ঘোষ
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৩:১৪ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ
সাহিত্যে নোবেল

কাব্যময় গদ্য লিখে জিতলেন হান ক্যাং

কাব্যময় গদ্য লিখে জিতলেন হান ক্যাং

এবার সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখিকা হান ক্যাং। এশিয়ায় প্রথম নারী হিসেবে এ স্বীকৃতি অর্জন করলেন তিনি। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টার পর তার নাম ঘোষণা করা হয়। এবার সাহিত্যে নোবেল বিজয়ী ১২১তম লেখক হিসেবে ৫৩ বছর বয়সী হানের নাম ঘোষণা করেছে রয়্যাল সুইডিশ একাডেমি। পুরস্কার ঘোষণার সঙ্গে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তার দারুণ কাব্যময় গদ্যের কথা, যা ঐতিহাসিক আঘাত আর ক্ষতগুলোকে দৃঢ়ভাবে তুলে ধরে এবং মানবজীবনের নশ্বরতাকে প্রকাশ করে বলে মত ব্যক্ত করা হয়েছে একাডেমির পক্ষ থেকে। বিশেষত্বের চিহ্ন পাওয়া যায় তার প্রায় সব উপন্যাসে।

পুরস্কারের অর্থমূল্য হিসাবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হান। গত বছর এ সম্মাননা পেয়েছিলেন নরওয়ের লেখক, নাট্যকার ও কবি ইয়ন ফোসে।

গতকাল পুরস্কার ঘোষণার পরপরই সুইডিশ একাডেমির স্থায়ী সচিব ম্যাটস মাম নোবেলজয়ী লেখিকাকে ফোনে পেয়ে যান। ছেলের সঙ্গে হান ক্যাং তখন রাতের খাবার খচ্ছিলেন। সত্যি তিনি এ সংবাদের জন্য প্রস্তুত ছিলেন না। তবু, ম্যাটস মাম পুরস্কার জয়ের সুখবরটি দিয়ে তাকে আগামী ডিসেম্বরের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেন। কারণ ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে সুইডেনের স্টকহোমে এবারের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে নোবেল পুরস্কার। এর কিছু সময় পরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হান ক্যাংকে অভিনন্দন জানিয়ে একটি ফেসবুক পোস্ট করেন। তিনি বলেন, এটি কোরিয়ান সাহিত্যের জন্য একটি বড় অর্জন।

সুইডিশ একাডেমির সদস্য সাহিত্যিক অধ্যাপক অ্যান্ডার্স ওলসন বলেন, ‘হ্যান ক্যাংয়ের সাহিত্যে, বিশেষ করে নারী এবং জীবনের দুর্বলতার প্রতি সহানুভূতি দেখা যায়। দেহ এবং আত্মার মধ্যে আন্তঃসম্পর্কের স্বতন্ত্র একটা সচেতনতা কাজ করে তার লেখায়।’

হান ক্যাং ১৯৭০ সালের ২৭ নভেম্বর দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে জন্মগ্রহণ করেন এবং ৯ বছর বয়সে পরিবারসহ সিউলে চলে যান। তিনি একটি সাহিত্যিক পরিবার থেকে এসেছেন। তার বাবা হান সিউং-উয়ন দক্ষিণ কোরিয়ার একজন স্বনামধন্য ঔপন্যাসিক। কথাশিল্পী বাবার সাহচর্যে বেড়ে ওঠা হান কাং লেখালেখির পাশাপাশি শিল্প ও সংগীতের প্রতিও গভীরভাবে আকৃষ্ট, যা তার সব সাহিত্যিক কাজেও প্রতিফলিত হয়েছে।

১৯৯৩ সালে প্রথমে কবিতা দিয়ে তার সাহিত্যিক জীবন শুরু করেন হান ক্যাং, যা ‘লিটারেচার অ্যান্ড সোসাইটি’ ম্যাগাজিনে প্রকাশিত হয়। এরপর ১৯৯৫ সালে তার প্রথম গদ্যসংকলন ‘লাভ অব ইয়োসু’ প্রকাশিত হয়। পরবর্তী সময়ে তিনি একের পর এক উপন্যাস ও ছোটগল্প প্রকাশ করেন। তার উল্লেখযোগ্য একটি উপন্যাস হলো ২০০২ সালে প্রকাশিত ‘ইউর কোল্ড হ্যান্ডস’। সেখানে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ ও ব্যক্তিত্বের মধ্যে দ্বন্দ্বের চিত্র ফুটে উঠেছে।

হান ক্যাংয়ের প্রথম আন্তর্জাতিক সাফল্য আসে ২০০৭ সালে প্রকাশিত উপন্যাস ‘দ্য ভেজিটেরিয়ান’-এর মাধ্যমে, যা তিনটি অংশে লেখা। এই উপন্যাসের প্রধান চরিত্র ইয়ং-হাই যখন খাদ্যাভ্যাসের সামাজিক নিয়ম মেনে চলতে অস্বীকৃতি জানায়, তখন এর সহিংস পরিণতির কাহিনি তুলে ধরা হয়। এ উপন্যাসের মাধ্যমেই তিনি ২০২৬ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন। এটিই তার প্রথম ইংরেজিতে অনূদিত বই, যা ঠিক আগের বছর ডেবোরাহ স্মিথ অনুবাদ করেছিলেন। পরের বছরেই যার মাধ্যমে রাতারাতি আন্তর্জাতিক পরিসরে চলে আসেন হান ক্যাং।

হান ক্যাংয়ের সাহিত্যিক কাজগুলোতে শারীরিক ও মানসিক যন্ত্রণা গভীরভাবে একীভূত হতে দেখা যায়, যা প্রাচ্য দর্শনের সঙ্গে সম্পর্কিত। তার প্রতিটি রচনায় তিনি মানবজীবনের ভঙ্গুরতাকে প্রকাশ করেন, যেখানে দেহ ও আত্মা, জীবিত ও মৃতের মধ্যকার সম্পর্ক লেখিকার কাব্যিক গদ্যের অনন্যতায় প্রত্যাশিত। তার কাব্যময় ও পরীক্ষামূলক লেখার শৈলীতে তিনি এরই মধ্যে আধুনিক গদ্যের একজন অগ্রগামী শিল্পী হিসেবে আলোচিত হয়েছেন।

হান ক্যাংয়ের অন্যান্য উল্লেখযোগ্য বই হলো—ডোন্ট সে গুডবাই, আ বয় ইজ কামিং, আই পুট ডিনার ইন দ্য ড্রয়ার, ইয়েলো প্যাটার্ন এটার্নিটি, গ্রিক লেসনস, টিয়ার বক্স, মাই নেইম ইজ সান ফ্লাওয়ার, হিউম্যান অ্যাক্টস ও দ্য হোয়াইট বুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়াঁ

আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যে জেলায়

আজ সাত দলের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থেকে ৩৫ ব্যক্তি অব্যাহতি পাচ্ছেন 

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

১০

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

১১

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

১২

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

১৩

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

১৪

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

১৫

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

১৬

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

১৭

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১৮

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১৯

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

২০
X