কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ এএম
প্রিন্ট সংস্করণ

এমপি হেনরি দম্পতির অ্যাকাউন্টে ২৩০০ কোটি টাকার লেনদেন

দুদকের অনুসন্ধান
এমপি হেনরি দম্পতির অ্যাকাউন্টে ২৩০০ কোটি টাকার লেনদেন
এমপি হেনরি দম্পতির। ছবি: সংগৃহিত

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী শামীম তালুকদারের ব্যাংক হিসাবে ২ হাজার ৩০০ কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনসহ অস্বাভাবিক লেনদেনের এ তথ্য পাওয়া যায়। গতকাল সোমবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিকভাবে দুদক হেনরির ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার সত্যতা পেয়েছে। এ ছাড়া তার ৩৫টি ব্যাংক হিসাবে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করেছেন। জান্নাত আরা হেনরির স্বামী মো. শামীম তালুকদার ওরফে লাবুর অসংগতিপূর্ণ ২০ কোটি ৪৭ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার ১৪টি ব্যাংক হিসাবে ৩০৬ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকার সন্দেহজনক লেনদেন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২), ৪(৩) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেছে দুদক।

এস কে সুরের বিরুদ্ধে মামলা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে ‘নন সাবমিশন’ মামলা করেছে দুদক। নির্ধারিত সময়ে সম্পদের হিসাব দাখিল না করায় তাদের বিরুদ্ধে এ মামলা হয়। এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আয়কর নথি জব্দ করা হয়। অভিযোগ রয়েছে, এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছেন ও সুবিধা নিয়েছেন।

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান দম্পতির বিরুদ্ধে মামলা: সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৭ কোটি ৬৪ লাখ ৩১ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। এ ছাড়া তার ২৩টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৩ কেটি ৭২ লাখ ৩৭ হাজার ৫৭৬ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ করেছেন। এ ছাড়া মহিববুর রহমানের স্ত্রী ফাতেমা আক্তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ৯২ লাখ ১৯ হাজার ৭৫২ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৫ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকা লেনদেনের তথ্য রয়েছে। এসব অপরাধে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা: সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

রিমন দম্পতির বিরুদ্ধে মামলা: বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে ৩৫ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ১৬৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিবিহীন সম্পদ অর্জনের অপরাধে মামলা করেছে দুদক। এ ছাড়া তার স্ত্রী রওনক রহমানের নিজ নামে ২ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা উৎসবিহীন সম্পদ পেয়েছে দুদক। এ কারণে তার সম্পদবিবরণী নোটিশ জারি করা হয়েছে।

লাকী-খোকন-শাহরিয়ারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. সাঈদ খোকন, তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদসহ পরিবারের চার সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন। এ ছাড়া সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শারিয়ার আলম, তার স্ত্রী সিলভিয়া পারভীন, দুই ছেলে সাদমান শাহরিয়ার ও আহনাফ শাহরিয়ারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে একই বিচারক এ আদেশ দেন।

এদিকে দুদকের মামলায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। নিষেধাজ্ঞা দেওয়া অন্য আসামিরা হলেন শিল্পকলা একাডেমির পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, কালচারাল অফিসার আল মামুন, মো. হামিদুর রহমান, সুদীপ্তা চক্রবর্তী, হাসান মাহমুদ, বুনা লায়লা মাহমুদ, সহকারী পরিচালক (বাজেট ও প্ল্যানিং) সামিরা আহমেদ, স্টেজ ম্যানেজার রহিমা খাতুন, গাইড লেকচারার মো. মাহাবুবুর রহমান, ইনস্ট্রাক্টর (সংগীত ও যন্ত্র) মীন আরা পারভীন, ইনস্ট্রাক্টর (নৃত্য) প্রিয়াংকা সাহা, যন্ত্রশিল্পী (গ্রেড-৩) নারায়ণ দেব লিটন ও মোহাম্মদ জিয়াউল আবেদীন, নৃত্যশিল্পী (গ্রেড-৩) লায়লা ইয়াসমিন, মিফতাহুল বিনতে মাসুক, আলকা দাশ প্রাপ্তি ও সুমাইতাহ তাবাসসুম খানম, কণ্ঠশিল্পী রোকসানা আক্তার রূপসা, আবদুল্লাহেল রাফি তালুকদার, মো. সোহানুর রহমান, আবিদা রহমান সেতু ও মোহনা দাস এবং ক্যামেরাম্যান (জনসংযোগ) মো. রুবেল মিয়া।

জয়নুল হক সিকদারের সম্পত্তি ক্রোকের নির্দেশ: ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদারের মালিকানায় থাকা ১৫টি প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশদিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

সাবেক এমপি সোলায়মানের ব্যাংক হিসাব অবরুদ্ধ: চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃদ্ধ দম্পতিকে হত্যা

অ্যাক্রেডিটেশন বাতিল কেন? আইসিসির কাছে জবাব চেয়েছে বিসিবি

রোজা শুরুর আগে যে ১০ প্রস্তুতি নেওয়া জরুরি

রংপুর-১ আসনে জাতীয় পার্টির মঞ্জুম আলীর প্রার্থিতা বাতিল

মেট্রোতে ঝুলে জেল-জরিমানার কড়া হুঁশিয়ারি খেলেন বরুণ ধাওয়ান

প্রতিপক্ষ ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ হতে পারে : ইশরাক

তারেক রহমানের সিরাজগঞ্জ সফরের খবরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা

ওরির সঙ্গে বন্ধুত্ব ভাঙলেন সারা

জ্যাম বা জায়েদ খান নয়, কষ্ট একটাই আমি ঢাকা-৮ এর ভোটার : ফারিয়া

চাঁদাবাজ ও ধর্ম ব্যবসায়ীদের জনগণ রুখে দেবে : সাইফুল হক

১০

আমরা বিজয়ী হলেও কারও বিরুদ্ধে প্রতিশোধ নেব না : ডা. শফিকুর রহমান

১১

প্লাস্টিক চাল কি সত্য নাকি গুজব

১২

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশে ভূমিধস, ২৩ সেনার মৃত্যু

১৩

৫ দিনের তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

১৪

উত্তরায় তারেক রহমানের জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা মোস্তফা জামানের

১৫

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী রক্ষক নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৬

দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১৭

হাঁটুসমান তুষারে ৭ কিলোমিটার হেঁটে নববধূকে ঘরে তুললেন যুবক

১৮

স্ত্রীসহ পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৯

নতুন পে-স্কেল বাস্তবায়নের সুযোগ এই সরকারের নেই : ফাওজুল কবির

২০
X