শাহেদ শফিক, লন্ডন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫, ০২:৩৯ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৮:০১ এএম
প্রিন্ট সংস্করণ

পুত্রবধূদের পরিচর্যায় অনেকটাই সুস্থ খালেদা জিয়া

করছেন নাতনিদের সঙ্গে খুনসুটি
পুত্রবধূদের পরিচর্যায় অনেকটাই সুস্থ খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় হাসিখুশি ও খুনসুটিতে সময় কাটাচ্ছেন। পুত্রবধূদের পরিচর্যায় তিনি এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক।

তিনি বলেছেন, ‘আমাদের নেত্রী অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসিখুশিতে আছেন। আলহামদুলিল্লাহ, গত রোববার নেত্রীর সঙ্গে আমরা নেতা তারেক রহমানসহ একসঙ্গে ডিনার করেছি। আমার মনে হয় তিনি ৬০ পার্সেন্ট সুস্থ হয়ে গেছেন।’

গত সোমবার এশার নামাজের পর বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে তিনি এ কথা বলেন। আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকে এ মাহফিলের আয়োজন করে।

এমএ মালেক বলেন, আলহামদুলিল্লাহ, ব্রিটিশ-বাংলাদেশি দুটি টিম মিলেই আমাদের নেত্রীর চিকিৎসা দিচ্ছে। হসপিটালের যে ট্রিটমেন্ট, আমি মনে করি এর চেয়ে বেটার ট্রিটমেন্ট হচ্ছে বাসায়। আমি তাকে গত রোববারও দেখেছি। উনার মুখের হাসি, উনার কথাবার্তা…। উনার নাতনিরা ও ছেলের বৌয়েরা…। দেখেছি ডা. জুবাইদা রহমান বসে নেত্রীকে খাওয়াচ্ছেন। পাশে আমাদের নেতা তারেক রহমান বসা। আমাদের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহেদ হোসেন ও আমি সেখানে ছিলাম। আমাদের নেতা আমাকে ডেকে সেখানে বসালেন। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সেখানে আমাদের নেত্রী ও নেতার সঙ্গে বসে একসঙ্গে একই টেবিলে ডিলার করেছি। মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি।

তিনি আরও বলেন, অনেক সময় রোগী ডাক্তারকে দেখে মেন্টালি অনেক ভালো হয়ে যান। বিগত ফ্যাসিবাদী সরকারের গত ১৫ বছরের যন্ত্রণা, টর্চার, স্লো পয়জনিং এবং পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতরে জেলে রাখা, সব মিলিয়ে আমাদের নেত্রী অনেক অসুস্থ ছিলেন। সেখানে কারও সঙ্গে কথা বলার সুযোগ ছিল না। খবর দেখার মতো টেলিভিশন ছিল না। অথচ আজ উনি পুত্রবধূদের সঙ্গে সময় কাটাচ্ছেন। এখানেই তিনি ৪০ শতাংশ ভালো হয়ে গেছেন। বাকি ৬০ শতাংশ ডাক্তারা চেষ্টা করে যাচ্ছেন। আর বাসায় যাওয়ার মানে হচ্ছে, তিনি আগের চেয়ে ভালো আছেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাইছি। আমাদের নেত্রী অচিরেই দেশে যাবেন। দেশের জনগণ উনাকে দেখতে চান।

আরাফাত রহমান স্মৃতি সংসদ, ইউকের আহ্বায়ক বাবর চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, আরাফাত রহমান স্মৃতি সংসদের সদস্য সচিব আজিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, কামাল মিয়া, আওলাদ হোসেন প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ ১৭ দিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছুটি পেয়ে বর্তমানে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা’ চীন থেকে বুঝে পেল বিএসসি

মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান

বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’

ইরানের সেনাবাহিনীতে বিপুল সংখ্যক ড্রোন সংযোজন

শেরপুরে বিজিবি মোতায়েন

‘নির্বাচিত হলে সব ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করব’

নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না : নাহিদ ইসলাম

টেংরাটিলা বিজয় : বাংলাদেশ ক্ষতিপূরণ পাচ্ছে ৫১৬ কোটি টাকা

কুবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দেশনা

বিএনপির আরও ২০ নেতাকে বহিষ্কার 

১০

আপনার অজান্তেই কোন কোন ব্যক্তিগত তথ্য হাতাচ্ছে গুগল? জানুন

১১

রাকসুর সাবেক ৩ প্রার্থীকে যেসব পরামর্শ দিলেন তারেক রহমান

১২

সংসদ নির্বাচন / প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

১৩

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাস্তবায়নে চিঠি

১৪

সংসদ নির্বাচন / প্রবাসীদের ভোটে নতুন নিয়ম ঘোষণা

১৫

ইতালিতে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

১৬

৯৮তম অস্কার অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বাংলাদেশি সাংবাদিক 

১৭

সত্যিকারের ‘দেশপ্রেমিক’ মোস্তাফিজ

১৮

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

১৯

অপসংস্কৃতি বিবেকের দরজায় তালা লাগায় : কাদের গনি চৌধুরী

২০
X