কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
খালেদা জিয়ার মুক্তি দাবিতে পদযাত্রা

বিএনপি-পুলিশ বিভিন্ন জেলায় সংঘর্ষ-গুলি

বিএনপি-পুলিশ বিভিন্ন জেলায় সংঘর্ষ-গুলি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে গতকাল শনিবার সারা দেশে পদযাত্রার ডাক দেয় দলটি। এদিন কর্মসূচি পালনকালে বিভিন্ন জেলায় ব্যাপক সংঘর্ষ, গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে হবিগঞ্জ, নেত্রকোনা, নারায়ণগঞ্জ ও বরগুনায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধসহ ৫ শতাধিক আহত এবং অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে।

ঢাকায় হুঁশিয়ারি ফখরুলের: খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিতে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বলেছেন, খালেদা জিয়ার মুক্তি অবিলম্বে দিতে হবে। আমরা এ মিছিল (পদযাত্রা) থেকে আবারও এ বার্তা দিতে চাই, এখনো সময় আছে তাকে মুক্তি দিতে হবে, যেসব মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিয়েছে তাদের সবাইকেও মুক্তি দিতে হবে, এটিই আমাদের শেষ কথা। গতকাল বিকেলে ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল পদযাত্রা-পূর্ব সমাবেশে দলটির মহাসচিব এই দাবি জানান।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে এভাবে আটক করে রাখা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘন। ডাক্তাররা বারবার চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর কথা বলেছেন। কিন্তু এই সরকার তাতে কর্ণপাত করছে না। কারণ তারা জানে, খালেদা জিয়া বের হলে তাদের সিংহাসন ঠিক থাকবে না।

প্ল্যাকার্ড হাতে হাজার হাজার নেতাকর্মীর পদযাত্রাটি নয়াপল্টন থেকে শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মহানগর দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবিন, উত্তর বিএনপির আমিনুল হকের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান প্রমুখ। অন্যের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আহমেদ আযম খান, আব্দুল আউয়াল মিন্টু, আতাউর রহমান ঢালী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরফত আলী সপু, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, রফিকুল ইসলাম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মোর্শেদ হাসান খান, আশরাফ উদ্দিন বকুল, শিরিন সুলতানা, খন্দকার মাশুকুর রহমান মাশুক, নিলোফার চৌধুরী মনি, অঙ্গসংগঠনের সুলতান সালাউদ্দিন টুকু, এসএম জিলানী, সাইফুল ইসলাম ফিরোজ, আবুল কালাম আজাদ, সাইফ মাহমুদ জুয়েল, পেশাজীবী নেতাদের মধ্যে প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক লুৎফর রহমান, ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আবুল কালাম সরকার, ডা. মো. আবদুস সালাম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. মো. মেহেদী হাসানসহ অসংখ্য নেতাকর্মী।

হবিগঞ্জে পুলিশের গুলিতে আহত অর্ধশতাধিক, আটক ৭: হবিগঞ্জে পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল বিকেলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ওসিসহ দলের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ কয়েকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, বিকেলে শহরের শায়েস্তানগরে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিযন্ত্রণে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় অন্তত আটজনকে আটক করা হয়। এ ছাড়া, সংঘর্ষে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ জানান, সাবেক মেয়র জি কে গউসের বাসা পুলিশ ঘেরাও করে রাখে এবং মুহুর্মুহু টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই গুলিবিদ্ধ এবং পুলিশের রাবার বুলেটে ১০০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ চলছিল। সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের ওপর বিএনপির নেতাকর্মী আক্রমণ করলে সংঘর্ষ বাধে।

সোনারগাঁয়ে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক: গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপির পদযাত্রায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

জানা যায়, বিকেলে বিএনপি নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকা পার হওয়ার সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এক ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন জানান, শান্তিপূর্ণভাবে রাস্তার পাশে অবস্থান নেওয়ার সময়ে পুলিশ অতর্কিত লাঠিচার্জ, টিয়ার গ্যাসের শেল ও গুলি ছুড়েছে। এতে অনেকেই গুলিবিদ্ধ ও আহত হয়েছেন।

সোনারগাঁ থানার ওসি মাহবুব আলম বলেন, অনুমতি ছাড়াই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলা বিএনপি পদযাত্রা কর্মসূচি করতে চেয়েছিল। তাদের চলে যেতে বলায় আমাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। আত্মরক্ষার্থে আমরা কয়েক রাউন্ড রাবার বুলেট এবং টিয়ার গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দিই।

নেত্রকোনায় হামলা-মামলা ও গ্রেপ্তার ৬: এদিন জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষে চলে যাওয়ার সময় ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, বিএনপি নেতাকর্মীরা হাতবোমার বিস্ফোরণ ও সিএনজিচালিত অটোরিকশায় ভাঙচুর চালিয়েছেন। আটকরা হলেন ছাত্রদলের সৈয়দ মোকসেদুল আলম রাজীব, সজল তালুকদার, সারোয়ার শাহেদ মুন্না, যুবদলের সাফায়াত হোসেন, অলী উল্লাহ্ ও শ্রমিক দলের আব্দুল মান্নান।

এর আগে সকালে জেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ও সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে শহরের বনুয়াপাড়া এলাকা থেকে পদযাত্রা বের হয়ে আবু আব্বাস ডিগ্রি কলেজের সামনে এসে শেষ হয়। এতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, তারা কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে ফিরছিলেন। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ ঘটনায় পরে পুলিশ বাদী হয়ে উল্টো তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩১ জনের নাম উল্লেখসহ ৫০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা দিয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি মো লুৎফুল হক জানান, পদযাত্রা শেষে ফেরার সময় কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী শহরের কুড়পাড় এলাকায় হাতবোমার বিস্ফোরণ করে এবং একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ছয়জনকে আটক করেছে। তারা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

বরগুনা জেলা বিএনপির পদযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ৫০-৬০ জন আহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি। এ ছাড়া ঠাকুরগাঁও, দিনাজপুর, গাজীপুর, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, ঝালকাঠি, ফরিদপুর, রংপুর, শেরপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, নড়াইল, পিরোজপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, মানিকগঞ্জ, মেহেরপুর, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ঝিনাইদহ, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাদারীপুর, বান্দরবান, শেরপুর, টাঙ্গাইল, ময়মনসিংহসহ প্রায় সব জেলা ও কিছু উপজেলায় পদযাত্রা করেছে বিএনপি।

প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার কালবেলার প্রতিনিধিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১০

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১১

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১২

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৩

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৪

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১৫

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১৬

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৮

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

১৯

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X