বীর সাহাবী
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৩ এএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

টিসিবির এক টোকেন যেন সোনার হরিণ

ভোর থেকেই ট্রাকের জন্য অপেক্ষা
টিসিবির এক টোকেন যেন সোনার হরিণ

পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা শাহেদা বেগম। বয়স ৫০ ছুঁইছুঁই। ভোর থেকে অপেক্ষা করছেন টিসিবির ট্রাকের জন্য। দেরি হলে লাইনে পেছনে পড়তে হবে ভেবে, নাশতাও করেননি সকালে। এরপর প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর ১১টায় এসেছে একটি ট্রাক। ট্রাক দেখে মুখে কিছুটা হাসি এসেছে। তবে বিপত্তি বাধে টোকেন দেওয়ার সময়। বরাদ্দকৃত পণ্যের চেয়ে কয়েকগুণ বেশি মানুষ থাকায় অনেকের মতো শাহেদারও টোকেন না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাস্তবে ঘটেছেও তাই। মানুষ বেশি থাকায় টিসিবির বিক্রয় সহকারীরা কিছু মানুষ জড়ো করে ঢিল দিয়ে টোকেন নিচের দিকে ছুড়ে মারেন। সেখান থেকে যে জোরাজুরি করে টোকেন নিতে পারে তার ভাগ্যেই পণ্য মেলে। এত মানুষের ভিড়ে শাহেদাও পাননি টোকেন। এ ঘটনা সোমবারের।

অনেকটা আক্ষেপ করেই শাহেদা কালবেলাকে বলেন, এটা কেমন নিয়ম। এভাবে টোকেন দিলে তো যাদের গায়ে জোর বেশি তারাই জোরাজুরি করে টোকেন নিয়ে যাচ্ছেন। অনেকে একটার বেশিও টোকেন পাচ্ছেন। এভাবে টোকেন দিলে আমার বয়সের অনেকেই পণ্য পাবেন না। তাই এ নিয়ম বাদ দেওয়া উচিত। আগের মতো কার্ড সিস্টেম করা হোক।

সূত্রাপুরের মতো ঘটনা গেন্ডারিয়ার আলমগঞ্জেও। এখানেও সকাল থেকে ট্রাকের জন্য বহু মানুষ ভিড় করে আছেন। পণ্য বরাদ্দের চেয়ে মানুষের সংখ্যা অনেক বেশি। ফলে এখানেও মানুষের ধাক্কাধাক্কি এবং হুড়োহুড়ি দেখা গেছে। আবার টোকেন না পেয়ে অনেককেই খালি হাতে ফিরে গেছেন।

গেন্ডারিয়ার বাসিন্দা মোহাম্মদ আজিম কালবেলাকে বলেন, আমরা মধ্যবিত্ত মানুষ। বাধ্য হয়েই এখানে কিছুটা কম দামে পণ্য কিনতে আসি। এখানে এসেও যদি বৈষম্যের শিকার হই, তাহলে আমরা কোথায় যাব? ট্রাক থেকে টোকেন ছুড়ে নিচে ফেলে দেওয়া হয়। যে পারে নিতে সে নিচ্ছে আর যে পারছে না সে পণ্য পাচ্ছে না। এটার সমাধান হওয়া উচিত।

টোকেন কম পান নারী ও বয়স্করা: সোমবার রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম ঘুরে দেখা গেছে, সব জায়গাতেই মানুষের ভিড়। লাইনগুলো ছাড়িয়ে গেছে অনেক দূর। আগে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা ও হট্টগোলের ঘটনাও ঘটেছে।

টিসিবির ট্রাক থেকে যখন টোকেন নিচের দিকে ছুড়ে ফেলা হয়, তখন কম বয়স্ক পুরুষরাই আগে লুফে নেন। টোকেন দেওয়ার সময় মানুষের ধাক্কাধাক্কিতে নিচে পড়ে যান অনেক নারী। এরপর ধস্তাধস্তি করে নিতে হয় টোকেন। জোর খাটানোর এ যুদ্ধে পুরুষের চেয়ে পিছিয়ে থাকেন নারীরা। ফলে দিনশেষে অনেক নারী ও বয়স্কদের খালি হাতে বাসায় ফিরতে হয়।

খালি হাতে ফেরেন অনেকে: সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যখন নাগালের বাইরে এবং সামনে রমজান মাস—এ সময়ে ট্রাকপ্রতি বরাদ্দ কমিয়েছে টিসিবি। ফলে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনতে না পেরে প্রতিদিন অনেকে খালি হাতে ফিরছেন। বর্তমানে ঢাকায় ৫০টি স্থানে ট্রাকে করে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। দেখা যাচ্ছে, পণ্য নিয়ে নির্ধারিত স্থানে ট্রাক আসার আগেই বিপুলসংখ্যক মানুষ লাইন ধরে থাকেন। কিন্তু প্রতি ট্রাকে মাত্র ২০০ জনের পণ্য থাকে। ফলে লাইনে দাঁড়ানো বিক্ষুব্ধ মানুষ নিজেদের মধ্যে ধাক্কাধাক্কির পাশাপাশি পণ্যবাহী ট্রাকের লোকজনের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠেন। পরিস্থিতি সামাল দিতে টিসিবির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

টিসিবি ও ডিলারদের সূত্রে জানা যায়, চার দিনে টিসিবির পণ্য বিক্রির ট্রাক ঘিরে অন্তত ৮টির বেশি হট্টগোল ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। রাজধানীর মিরপুর ৬, কালশী, যাত্রাবাড়ী ও রামপুরায় ট্রাকের কর্মীরা মারধরের শিকার হয়েছেন। এক ট্রাকচালককে মেরে রক্তাক্ত করার ঘটনাও ঘটেছে। মূলত প্রতিটি ট্রাকে বরাদ্দ করা পণ্যের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক বেশি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। একজন ভোক্তা টিসিবির ট্রাক থেকে সর্বোচ্চ দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারেন। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও ৫০০ গ্রাম খেজুর ৭৮ টাকায় বিক্রি করা হয়।

কমেছে বরাদ্দ: সম্প্রতি সারা দেশে টিসিবির এক কোটি পরিবার কার্ডের মধ্যে বাতিল করা হয়েছে ৪৩ লাখ কার্ড। এর পরিবর্তে সংস্থাটি ধাপে ধাপে স্মার্ট পরিবার কার্ড বিতরণ করছে। পরিবার কার্ডের সংখ্যা কমানোয় ট্রাকে পণ্য বিক্রির আওতা বাড়ানোর কথা ভাবছে টিসিবি। সংস্থাটি বর্তমানে ঢাকা শহরের ৫০টি ও চট্টগ্রামের ২০টি স্থানে পণ্য বিক্রি করছে। আটটি বিভাগীয় শহর ও কয়েকটি জনবহুল জেলা সদরে এই কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা করা হচ্ছে। সরকারের অনুমোদন পেলেই ওই কার্যক্রম শুরু হতে পারে। তবে পণ্য বিক্রির আওতা বাড়ালেও টিসিবি ট্রাকপ্রতি পণ্যের বরাদ্দ কমিয়েছে।

আগে টিসিবির একটি ট্রাকে ২৫০ জনের পণ্য বিক্রি করা হতো। এখন প্রতিটি ট্রাকে ২০০ জনের জন্য পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে। আগে ঢাকায় ৫০ ট্রাক থেকে সাড়ে ১২ হাজার মানুষ পণ্য কিনতে পারতেন। এখন তা কমে ১০ হাজারে নেমেছে। অর্থাৎ টিসিবি শুধু ঢাকাতেই আড়াই হাজার মানুষের বরাদ্দ কমিয়েছে। একইভাবে চট্টগ্রামেও বরাদ্দ এক হাজার মানুষের কমেছে। এ প্রসঙ্গে টিসিবির এক কর্মকর্তা জানান, দেশের আরও কয়েকটি বিভাগীয় শহরে টিসিবির কার্যক্রম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যে কারণে ট্রাকপ্রতি বরাদ্দ কিছুটা কমানো হয়েছে।

যা বলছেন সংশ্লিষ্টরা: বরাদ্দ কমানোর বিষয়ে জানতে চাইলে টিসিবির এক কর্মকর্তা কালবেলাকে বলেন, দেশের আরও কয়েকটি বিভাগীয় শহরে টিসিবির এই কার্যক্রম বাড়াতে উদ্যোগ নিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আওতা বাড়াতে এখন ট্রাকপ্রতি বরাদ্দ কিছুটা কমাতে হয়েছে।

ট্রাকে পণ্য সরবরাহকারী জামির হোসেন নামে এক ব্যক্তি বলেন, আমরা কী করব বলেন। আমরাও নিরুপায়। বরাদ্দ থাকে ২০০ জনের আর ভিড় করেন ৩০০ থেকে ৪০০। তাহলে সবাই তো পাবে না, এটাই স্বাভাবিক। তাই বাধ্য হয়েই আমাদের এভাবে দিতে হচ্ছে। তবে কেউ যেন দুইবার না পান এ বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে। মানুষের ভিড় বাড়ায় আমাদের হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার

স্বাস্থ্য উপদেষ্টাকে ক্ষমা চাইতে হবে : এনসিপি নেতা ডা. জাহিদুল

বিপিএলে ফিক্সিং নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

রুশ টেনে ইউক্রেনীয় বাহিনীর ভয়াবহ হামলা

শিক্ষকের গলায় সাবেক ছাত্রীর ছুরিকাঘাত

ফেনীতে অবিস্ফোরিত দুটি গ্রেনেড উদ্ধার

বিএনপির ক্ষমতার একমাত্র উৎস এদেশের ১৮ কোটি জনগণ : মীর হেলাল

যমুনায় নৌবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে জরিপ শুরু

শিশুদের হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচনের আশা

কলিং ভিসায় সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে মালয়েশিয়া

১০

‘ভুল করে’ কারাগার থেকে মুক্তি দেওয়া আসামিকে খুঁজছে পুলিশ

১১

প্রমাণ না পাওয়ায় মালয়েশিয়ায় মানব পাচার মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল 

১২

জামায়াত নেতাদের সঙ্গে আইআরআইয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১৩

অন্যের চার্জার দিয়ে ফোন চার্জ, ঘটতে পারে যেসব বিপদ

১৪

সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানার, আটক ২

১৫

গাজীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল

১৬

জবি ছাত্রলীগের সাবেক সভাপতি শরিফুল কারাগারে 

১৭

২০২৬ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশ

১৮

সেই জিলাল হোসেনকে বরখাস্ত করল জনপ্রশাসন মন্ত্রণালয়

১৯

মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এবার ফিলিস্তিনি সুন্দরী

২০
X