পরীক্ষায় ভালো ফলের জন্য পড়াশোনা ও যথাযথ প্রস্তুতির কোনো বিকল্প নেই। তবে অনেকেই চায় এসব পাশ কাটিয়ে বিকল্প উপায়ে উত্তীর্ণ বা ভালো ফল করতে। সম্প্রতি এমনটাই ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির এক পুলিশ কর্মকর্তার একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে একটি ছবিতে ১০০, ২০০ ও ৫০০ রুপির কিছু নোট দেখা যাচ্ছে। ওই কর্মকর্তা জানান, পাসের জন্য কোনো শিক্ষার্থী সেগুলো পরীক্ষার খাতার ভেতরে রেখেছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। পোস্টে অরুণ বোথরা নামে ওই কর্মকর্তা লেখেন, ছবিটি একজন শিক্ষকের পাঠানো। নোটগুলো পরীক্ষার খাতার ভেতরে ছিল। এর বিনিময়ে ওই শিক্ষার্থী পাস নম্বরের আকুতি জানিয়েছে। এটি আমাদের ছাত্র, শিক্ষক ও সমগ্র শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কিছু বলে দেয়।
পরীক্ষায় খাতার ভেতরে এ ধরনের ঘুষের নমুনা এবারই প্রথম নয়। এর আগেও দেশটিতে এমনটা ঘটেছে। আর তা উঠে এসেছে ওই পোস্টের কমেন্ট সেকশনে, যেখানে আরও বেশ কয়েকজন শিক্ষক তাদের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মন্তব্য করুন