আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ

তৃণমূলে ভোটের বার্তা এনসিপির

রাজনীতি
তৃণমূলে ভোটের বার্তা এনসিপির

নির্বাচনের আগে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী একটি ভিত্তির ওপর দাঁড় করানোর পরিকল্পনা গ্রহণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারই ধারাবাহিকতায় ঈদকে কেন্দ্র করে নির্বাচনী বার্তা নিয়ে তৃণমূলে গিয়েছেন দলটির নেতারা। কেন্দ্রীয় নির্দেশনায় আগামী নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থীরা ঈদুল ফিতরকে কাজে লাগিয়েছেন গণসংযোগের সুযোগ হিসেবে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনেছেন, দিয়েছেন নানা আশ্বাস।

জানা যায়, এনসিপির শতাধিক কেন্দ্রীয় নেতা ঈদুল ফিতরে নিজ নিজ নির্বাচনী এলাকায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। উপস্থিতি জানান দিতে অনেকেই করেছেন আড়ম্বর শোডাউন। ইফতার পার্টি, সভা, সমাবেশ, উঠান বৈঠকসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা যায় তাদের। এসব কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কেউ হামলার শিকার আর কেউ সৃষ্টি করছেন বিতর্ক।

তবে এনসিপির শীর্ষ নেতারা বলেছেন, দলের বার্তা পৌঁছে দেওয়া এবং জনসম্পৃক্ততা বাড়ানোই ছিল মূল লক্ষ্য। যাতে আগামীতে বিএনপি-জামায়াতসহ অন্য নেতাদের নির্বাচনে চ্যালেঞ্জ জানানো যায়। এ সুযোগে তারা স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটিসহ যারা নতুন দলে যোগ দিতে চায়, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও তারা বসছেন। তাদের নিয়েই যে কোনো সময় জেলা-উপজেলায় কমিটি ঘোষণা করতে চায় দলটি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে দেখা গেছে এনসিপি নেতাদের।

এনসিপি সূত্রে জানা যায়, ঈদের আগে দুই শতাধিক ভ্যান নিয়ে এলাকায় গণসংযোগ করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। রংপুর-৪ আসনে নির্বাচন করতে পারেন তিনি। এ আসনের অধীন নিজ গ্রাম টেপামধুপুরে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করেছেন। কুমিল্লার দেবীদ্বারে কয়েকদিন ধরেই সক্রিয় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচন করতে পারেন। এলাকায় সময় দিচ্ছেন প্রায় নিয়মিত। অংশ নিচ্ছেন বিভিন্ন সভা, সমাবেশে। দলের মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরের হাজীগঞ্জের শাহরাস্তি আসনে নির্বাচন করতে পারেন। একাধিক এলাকায় তিনি ইফতার পার্টিসহ গণসংযোগে অংশ নেন।

যুগ্ম সদস্য সচিব ও উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম লক্ষ্মীপুর এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি এরই মধ্যে ইফতার মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে মাঠে দৃশ্যমান হচ্ছেন। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন ভোলায় নাগরিক পার্টির পথসভা, ইফতার মাহফিল ও জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের ঈদ উপহার বিতরণের একাধিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দলের আরেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সিরাজগঞ্জের বেলকুচি এলাকায় সক্রিয় হচ্ছেন। তিনি সিরাজগঞ্জ এলাকায় বিশাল শোডাউন দিয়েছেন। বেলকুচি উপজেলায় তিনি আহত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। চট্টগ্রামের বাশখালীতে সক্রিয় হচ্ছেন দলের যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক।

দলের যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ কুড়িগ্রামে উলিপুর, বাজারহাট এলাকায় সক্রিয় রয়েছেন। এরই মধ্যে তিনি একাধিক উঠান বৈঠক করেছেন। তিনি কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচন করতে পারেন। টাঙ্গাইলের মধুপুর-১ আসন থেকে নির্বাচন করতে পারেন দলের উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আলিক মৃ। আগে থেকেই তিনি মধুপুরে নানা কর্মসূচিতে সক্রিয় রয়েছেন। গত ১০ মার্চ তিনি মধুপুর এলাকায় শোডাউন করেন। উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান গাজীপুরে সক্রিয়। দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার নরসিংদী-২ আসেন সক্রিয় হচ্ছেন। পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিনি এরই মধ্যে জনসংযোগ ও ইফতার আয়োজন করেছেন। ফরিদুল হল খুলনা-৩, জয়নাল আবেদিন শিশির কুমিল্লা-১০, আরিফুর রহমান তুহিন ঝালকাঠি-১, ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম-৩, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান চুয়াডাঙ্গা-১ এবং আবু সাঈদ লিয়ন নীলফামারী-৪ আসনে ইফতার পার্টিসহ গণসংযোগে অংশ নিয়েছেন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সক্রিয় হচ্ছেন নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দীন মাহাদী। তিনি বাংলাদেশে রাজনীতিতে আলোচিত মুফতি ফজলুল হক আমিনীর নাতি। ফজলুল হক আমিনী এর আগে এ আসন থেকে নির্বাচন করেছিলেন। দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায় সুনামগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করতে পারেন। তিনি এই এলাকায় সক্রিয় হচ্ছেন। এ ছাড়া দলের যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব এহতেশামুল হক সিলেট এলাকায় কয়েকদিন ধরেই সক্রিয় হয়ে কার্যক্রম পরিচালনা করছেন। দলের যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ মৌলভীবাজার এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি এই আসন থেকে নির্বাচন করতে পারেন।

এনসিপি যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান কালবেলাকে বলেন, দলের বার্তা পৌঁছে দিতেই নেতাকর্মী তৃণমূলে যাচ্ছেন, যাবেন।

যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন কালবেলাকে বলেন, দল থেকে ব্যানার ফেস্টুন এবং শোডাউনকে নিরুৎসাহিত করা হয়েছে। আমাদের বলা হয়েছে শহীদ এবং আহত পরিবারের খোঁজ খবর নিতে, নিজ নিজ এলাকায় এনসিপির পক্ষ থেকে গণসংযোগ করতে, এনসিপির বার্তাগুলো জনগণের সামনে তুলে ধরতে।

যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিয়ন কালবেলাকে বলেন, আমার নির্বাচনী আসনের প্রত্যেকটা এলাকায় আমি গিয়েছি, ইফতার করেছি এবং মানুষের কথা শুনেছি।

হামলা ও বিতর্কের মুখেও পড়ছেন নেতারা: দলটির সংগঠনের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন তিনি এলাকায় গণসংযোগ করছেন। তিনি হাতিয়া দ্বীপে ফেরিঘাট চালু, ভূমিহীনদের জমি বুঝিয়ে দেওয়া, নদীভাঙন নিয়ে গ্রামে গ্রামে গণশুনানি কর্মসূচি করেছেন। গত ২৪ মার্চ গণসংযোগকালে মাসউদ ও তার নেতাকর্মীদের ওপর হামলা হয়। বিএনপির একদল নেতাকর্মী তার ওপর হামলা করে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম গত ২৪ মার্চ ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুরে যান। সেখান থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে সারজিস আলম জেলার বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সারজিস আলমের বাড়ি আটোয়ারী উপজেলায়। নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পর প্রথমবার বাড়ি যাওয়ার পথে সারজিস আলমের এই ‘শোডাউন’ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। রাজনৈতিক দলের নেতারা তো বটেই, খোদ নিজের দলের ভেতর থেকেই সমালোচনা হচ্ছে। প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।

তৎপরতা থেমে নেই ঢাকাতেও: সূত্র বলছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ (বাড্ডা-ভাটারা-রামপুরা) আসন থেকে নির্বাচন করতে পারেন। এরই মাঝে তিনি এ আসনে সময়ও দিচ্ছেন বলে জানা যায়। ঢাকার বিভিন্ন ইফতার পার্টিতেও অংশ নিয়েছেন তিনি। দলের আরেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ঢাকা-১৪ আসনে নির্বাচন করতে পারেন। মিরপুরের প্রায় সব ওয়ার্ডে তিনি ইফতার পার্টি করেছেন। শহীদ পরিবার এবং আহতদের খোঁজ খবর নিয়েছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসাইন মোহাম্মদপুর এলাকায় সক্রিয় রয়েছেন। তিনি এলাকায় খাল ও মাঠ রক্ষায় মানববন্ধন করেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধে মিছিল করেছেন। জেনেভা ক্যাম্পের ড্রিম এনএলজে হাইস্কুলে জুলাই অভ্যুত্থানে শহীদ সৈকতের নামে একটি কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন। ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর) আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। এ ছাড়া দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-১৭ থেকে নির্বাচন করবেন। তিনিও এ আসনে সময় দিচ্ছেন বলে জানা যায়।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব কালবেলাকে বলেন, আমরা ঢাকায় এবং ঢাকার বাইরে ব্যাপক জনসমর্থন পাচ্ছি। এনসিপির কেন্দ্রীয় নেতাদের গণসংযোগে সাড়া দিচ্ছেন জনগণ।

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার কালবেলাকে বলেন, আমাদের কোনো নেতা আর ঢাকায় বসে থাকবে না। যে যার যার এলাকায় এনসিপির বিস্তৃতি ঘটাতে কাজ করবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে।

মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সবার চিন্তাই থাকে তৃণমূলের ভোটগ্রহণ করা। আমাদের সে চিন্তা থাকাটা স্বাভাবিক। আমরা সেই লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। মানুষের কাছে যাওয়া, মানুষের কথা শোনার চেষ্টা করছি আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব মানবিক দিবস

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৬ সহস্রাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ইবিতে অভ্যুত্থানবিরোধী সেই ১৯ শিক্ষক কারা?

১৯ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আপত্তিকর ভিডিও ধারণ, দারোয়ানকে ৪ তলা থেকে ফেলে দিল প্রেমিক যুগল

ইউক্রেনের জন্য ভালো খবর আসতে পারে, ইঙ্গিত দিলেন ইতালির প্রধানমন্ত্রী

১০

গ্রেটার ইসরায়েল ধারণার জন্ম হলো যেভাবে

১১

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

১২

আশ্বাসে ‍সরে দাঁড়ালেন অনশনরত ২ শিক্ষার্থী, অন্যরা ‘অনড়’

১৩

সূর্যের হাসি ক্লিনিকে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

১৪

হাসপাতালের সামনে অদ্ভুত আচরণ করছিল কিশোর, অতঃপর...

১৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়াল

১৬

১৯ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X