রাজকুমার নন্দী
প্রকাশ : ০১ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকায় তিন দিনে তিন রাজনৈতিক সমাবেশ

আজ ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিক দল

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ
আজ ১২ দফা দাবি তুলে ধরবে শ্রমিক দল

ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালন করবে বিএনপি। দিবসটি উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে রাজধানীতে সমাবেশ করবে দলটি। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারাও বক্তব্য দেবেন। সমাবেশে শ্রমিক দল তাদের ১২ দফা দাবি তুলে ধরবে।

এদিকে কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটাতে এরই মধ্যে নানামুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। যৌথসভা থেকে শুরু করে দলের অঙ্গসংগঠনগুলো বিশেষ করে শ্রমিক দল ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। শ্রমিকদের সব সংগঠনকে এই সমাবেশে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোও শ্রমিক সমাবেশে তাদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এই শ্রমিক সমাবেশ হলেও দীর্ঘদিন পর এটি বিএনপির মাঠের কর্মসূচি। দ্রুত নির্বাচনের দাবিতে সোচ্চার থাকা বিএনপি এই শ্রমিক সমাবেশের মধ্য দিয়েও দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

এদিকে শ্রমিক সমাবেশ সামনে রেখে গতকাল দুপুরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দল। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শ্রমিক সমাবেশ সফলে রাজধানীতে শ্রমিক দলের পক্ষ থেকে তাদের ১২ দফা দাবির লিফলেট বিতরণ করা হচ্ছে, প্রচার-প্রচারণা চলছে। ব্যানার-ফেস্টুন করা হয়েছে। তিনি জানান, ঢাকাসহ এর আশপাশের শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এই সমাবেশে অংশ নেবেন।

জানতে চাইলে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস কালবেলাকে বলেন, তাদের প্রত্যাশা, আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটি সুশৃঙ্খল, উৎসবমুখর ও বর্ণাঢ্য শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের শ্রমিকরা ইতিহাসে স্মরণীয় মে দিবস দেখবে। ১৯৭৮ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ১৯৯১ সালে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শ্রমিকদের সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এবার ২০২৫ সালে তাদের জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শ্রমিক সমাবেশে বক্তব্য দেবেন।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। তিনি কালবেলাকে বলেন, শ্রমিক সমাবেশ সফলে এরই মধ্যে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। আশা করি, শ্রমিক ভাইয়েরা এবং বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হবে। শ্রমিক দলের এই সভাপতি জানান, সমাবেশে শ্রমজীবী মানুষের সমস্যাগুলো ব্যাখ্যা করে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

মানুষের অধিকার ফিরিয়ে দিন : বাবুল

পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা

গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭

০৪ মে : টিভিতে আজকের খেলা

০৪ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা

বখাটেদের ভয়ে দুই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

১০

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১১

০৪ মে : আজকের নামাজের সময়সূচি

১২

পেকুয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

১৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার

১৪

রাজনৈতিক তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় : ফজলুল হক

১৫

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

১৬

স্বাস্থ্য পরামর্শ / বর্ষাকালীন অসুখ থেকে বাঁচতে বয়স্কদের এখনই সচেতন হতে হবে

১৭

মুক্তির পথে তারাগঞ্জের হাজারো মানুষ

১৮

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে বিজেআইএমের সিম্পোজিয়াম

১৯

‘ইঞ্জিনিয়ার তুহিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার’

২০
X